Hare to Whatsapp
শাসকদলীয় দুস্কৃতি দ্বারা ফের আক্রান্ত বিলোনীয়ার দুই সাংবাদিক : ত্রিপুরা এসেম্বলি অব জার্নালিস্ট ও ওয়ার্কিং জার্নালিস্ট এসো-র নিন্দা
By Our Correspondent
আগরতলা, ২৫ , : মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সংবাদ মাধ্যমকে দেখে নেওয়ার হুমকির পর সাংবাদিকদের উপর হামলার ঘটনা ক্রমাগত বৃদ্ধির পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করছে সংবাদমাধ্যমের যৌথ মঞ্চ ত্রিপুরা এসেম্বলি অব জার্নালিস্ট।
শুক্রবার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আবার শাসকদলীয় দুস্কৃতি দ্বারা আক্রান্ত হয়েছেন বিলোনীয়ার দুই সাংবাদিক সুমন নাগ ও সমীর কান্তি দেবনাথ। মুখ্যমন্ত্রীর হুমকির দুই সপ্তাহের মধ্যে কমপক্ষে ছয়জন সাংবাদিক রাজ্যের বিভিন্ন জায়গায় আক্রান্ত হয়েছেন। ত্রিপুরা এসেম্বলি অফ জার্নালিস্টস এক বিবৃতিতে এই ধরনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে।
মুখ্যমন্ত্রীর হুমকির জেরেই, শাসক দলীয় দুর্বৃত্তরা উৎসাহিত হয়ে এই ধরনের হামলা সংগঠিত করছে বলে মনে করছে এসেম্বলি অফ জার্নালিস্টস। কিন্তু একের পর এক সাংবাদিকের উপর হামলার ঘটনায় আশ্চর্যজনকভাবে এখনো কোন অভিযুক্তকই গ্রেফতার হয় নি এবং সরকারও প্রতিক্রিয়াহীন। ইতোপূর্বে সাংবাদিকরা, মুখ্যমন্ত্রীকে তার হুমকি প্রত্যাহারের অনুরোধ জানিয়েছিলেন। কিন্তু মুখ্যমন্ত্রী ঘটনার দুই সপ্তাহ পেরিয়ে গেলেও কোন প্রতিক্রিয়া ব্যাক্ত করেননি। বরং নানাভাবে আক্রমণ ও প্রতিহিংসা সংবাদমাধ্যমের উপর বেড়ে গেছে। সরকারের ইসারাতেই পুলিশও নিস্ক্রিয় রয়েছে বলেই মনে করছে এই মঞ্চ। এসেম্বলি অফ জার্নালিস্টস আবার মুখ্যমন্ত্রীকে তার বক্তব্য প্রত্যাহার এবং তার হুমকিতে উৎসাহিত শাসক দলীয় কর্মীদের নিয়ন্ত্রণ করার দাবি জানিয়েছে।
এদিকে, ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট এসোসিয়েশনের এক বিবৃতিতে এই ঘটনার পর অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে এসোসিয়েশনের দক্ষিন জেলা ও বিলোনিয়া মহকুমা কমিটির পক্ষ থেকে সাংবাদিকদের একটি প্রতিনিধি দল জেলাশাসক দেবপ্রিয় বর্ধনের সাথে সাক্ষাৎ করেন। এছাড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার রনবীর দেববর্মা, মহকুমার শাসক মানিক লাল দাস, এসডিপিও সৌম্য দেববর্মা সাথে পৃথক সাক্ষাৎ করেন। ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট এসোসিয়েশন সাংবাদিকদের উপর এই ঘৃন্য আক্রমনের ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করেছে এবং অবিলম্বে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানানো হয়েছে।