Hare to Whatsapp
জিবি-র অক্সিজেন কান্ডের তদন্তে আরও দুই চিকিৎসককে সমন করলো ক্রাইম ব্রান্ঞ্চ
By Our Correspondent
আগরতলা, সেপ্টেম্বর ২৪, : গত ১২ সেপ্টেম্বর রাতে আগরতলা গভঃ মেডিকেল কলেজ এবং জিবি হাসপাতালের অক্সিজেন কান্ডে হাসপাতাল কতৃপক্ষ যে মামলা করে সেই মামলার সুষ্ঠু তদন্তের উদ্দেশ্য সি আই ডি -এর স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ গত দুইদিন আগে এ.ডি.নগরস্থিত তাদের অফিসে ডেকেছিল দুই চিকিৎসককে। এবং এ টি জি ডি এ সাধারণ সম্পাদক ডাঃ রাজেশ চৌধুরী এবং পশ্চিম ত্রিপুরা শাখার সম্পাদক ডাঃ কনক চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করে। সেই একই উদ্দেশ্য আজ সন্ধায় সি আই ডি এর ক্রাইম ব্রাঞ্চ ডাঃ রাজেশ চৌধুরী এবং ডাঃ কনক চৌধুরীকে ডেকে আজ ফের জিজ্ঞাসাবাদ করেন।
এদিকে ক্রাইম ব্রান্ঞ্চ আগামীকাল ডাঃ অভিষেক চক্রবর্তী ও রাহুল দত্ত রায় নামে আরও দুই চিকিৎসককে জিজ্ঞাসাবাদের জন্য আজ তলব করেছেন বলে খবর।
এদিকে, চিকিৎসক সংগঠন এটিজিডিএ আজ তাদের সামাজিক মাধ্যমে জানিয়েছেন, তাদের সংগঠনের দুইজন ডাক্তার সদস্যকে সি আই ডি এর তদন্তের কাজে সম্পূর্ণ সহযোগিতা করছেন এবং সেদিনের ঘটনা সম্পর্কে যা যা সত্য বলে জানেন,- সমস্ত কিছু অবহিত করেন। তারা তাদের সমস্ত মোবাইল কল রেকর্ড এবং অন্যান্য তথ্যপ্রমানাদি ক্রাইম ব্রাঞ্চের অফিসারদের কাছে সরবরাহ করেন।
এটিজিডি-দাবী অনুযায়ী, এই দুই চিকিৎসককে এই মামলার স্বাক্ষী হিসাবে ক্রাইম ব্রাঞ্চ জিজ্ঞাসাবাদ করে,- যেহেতু সেদিন ঘটনার সময় এই দুইজনই সক্রিয়ভাবে জড়িত ছিল। এ টি জি ডি আ এর সকল সদস্যগনকে যারা পত্রপত্রিকায়, নিউজ চ্যানেলে বা স্যোসাল মিডিয়ায় এই খবর শুনে খুব উদ্বিগ্ন হয়ে আছেন,- এবং প্রতিনিয়ত ফোনে খোঁজ নিচ্ছেন,- তাদের জ্ঞাতার্থে বলেছেন,- আপনারা উদ্বিগ্ন হবেন না।
এটিজিডি-এর মতে, ডাঃ রাজেশ চৌধুরী এবং ডাঃ কনক চৌধুরীর উপর কোনরূপ মামলা দায়ের করা হয়নি,- বা অভিযুক্ত করা হয়নি। তদন্তের স্বার্থে স্বাক্ষী হিসাবেই তাদের ডাকা হয়েছে বলে এটিজিডিএ তাদের সামাজিক মাধ্যমে দাবী করেছে।