উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরায় পর্যটন শিল্প উন্নয়নের দারুণ সম্ভাবনা রয়েছে : কেন্দ্রীয় উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন (ডোনার) মন্ত্রী
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, জানুয়ারি ২৬, : কেন্দ্রীয় উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন (ডোনার) মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া আজ নারিকেলকুঞ্জে মাতাবাড়ি ট্যুরিজম সার্কিটের শিলান্যাস করেন। এই শিলান্যাস অনুষ্ঠানে রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিধায়ক নন্দিতা দেববর্মা রিয়াং, এমডিসি ভূমিকানন্দ রিয়াং, ধলাই জেলার জেলাশাসক বিবেক এইচ বি, জেলা পুলিশ সুপার মিহিরলাল দাস, পর্যটন দপ্তরের সচিব উত্তম কুমার চাকমা, ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিগমের ম্যানেজিং ডিরেক্টর প্রশান্ত কুমার নেগি, গন্ডাছড়া মহকুমার মহকুমা শাসক চন্দ্রজয় রিয়াং প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ভাষণে ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন, উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরায়ও পর্যটন শিল্প উন্নয়নের দারুণ সম্ভাবনা রয়েছে। ত্রিপুরার ডম্বুর জলাশয়ের সৌন্দর্য অপরূপ যা এক টুকরো স্বর্গও বলা যেতে পারে। পর্যটনের উন্নয়নের মাধ্যমেই ত্রিপুরার অর্থনৈতিক প্রগতি বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন, আজ নারিকেলকুঞ্জে যে মাতাবাড়ি ট্যুরিজম সার্কিটের শিলান্যাস করা হয়েছে তাতে ডম্বুর, নীরমহল, সিপাহীজলা, মাতাবাড়ি, অমরসাগর, ছবিমুড়া এই সার্কিটে রয়েছে। প্রায় ২৫০ কোটি টাকা ব্যয়ে মাতাবাড়ি ট্যুরিজম সার্কিট গড়ে তোলা হবে। ফলে রাজ্যে পর্যটক আগমনের সংখ্যা আরও বৃদ্ধি পাবে। ডোনার মন্ত্রী বলেন, ত্রিপুরায় আগর শিল্পের উন্নয়নে প্রচুর সম্ভাবনা রয়েছে। গতকাল কদমতলায় রাবার প্রসেসিং সেন্টারের শিলান্যাস করা হয়েছে। এই সেন্টারটি গড়ে উঠলে রাজ্যের আগর শিল্প দেশ-বিদেশে খ্যাতি লাভ করবে। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, ডোনার মন্ত্রকের অর্থানুকূল্যে ত্রিপুরায় অনেকগুলি প্রকল্পের কাজ চলছে। এই প্রকল্পগুলি রূপায়ণের ক্ষেত্রে প্রায় সাড়ে নয়শ কোটি টাকা ব্যয় করা হবে।
অনুষ্ঠানে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, রাজ্যের যুবক-যুবতীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির ক্ষেত্রে পর্যটনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আগামীদিনে পর্যটনকে ভিত্তি করেই রাজ্যে অর্থনৈতিক উন্নয়নের গতি আরও বৃদ্ধি পাবে। রাজ্যের পর্যটন শিল্পের উন্নয়নে কেন্দ্রীয় সরকার সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। এজন্য তিনি কেন্দ্রীয় সরকারের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন বিধায়ক নন্দিতা দেববর্মা রিয়াং। উল্লেখ্য, গতকাল ডোনার মন্ত্রী নারিকেলকুঞ্জে স্থানীয় শিল্পীদের দ্বারা পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
আরও পড়ুন...