Hare to Whatsapp
প্রতিমা ভৌমিক টি এম সি-কে এইমস-এ উন্নীত করার দাবী জানালেন সাংসদে
By Our Correspondent
আগরতলা, সেপ্টেম্বর ২৩, : সাংসদ প্রতিমা ভৌমিক চান ত্রিপুরা মেডিক্যাল কলেজ (টি এম সি)কে অল ইন্ডিয়া মেডিক্যাল ইনস্টিটিউটে রপান্তর করা হোক। আজ শ্রীমতি ভৌমিক সাংসদে এই বিষয়টি উত্থাপন করেছেন। এবং এব্যাপারে অতিদ্রুত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের হস্তক্ষেপ চেয়েছেন।
শূন্যকালে এই বিষয়টি উত্থাপন করে শ্রীমতি ভৌমিক বলেছেন, মোদীজী ত্রিপুরার জন্য অনেক কিছু করেছেন যেটা ত্রিপুরার মানুষ কোনদিন কল্পনাও করেননি। এপ্রসঙ্গে তিনি সর্বশেষ বাংলাদেশের সাথে ত্রিপুরার জলপথ যোগাযোগ পুনস্থাপনের কথা বলেন। এছাড়া ত্রিপুরার মতো প্রান্তিক রাজ্যের সাথে দেশের রাজধানী দিল্লীর সাথে রাজধানী এক্সপ্রেসের মাধ্যমকে রেল যোগাযোগের কথাও বলেন। এবং এজন্য তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান।
ভাষন প্রসঙ্গে শ্রীমতি ভৌমিক আরও বলেন, ত্রিপুরাতে এইমস হলে তার সুফল উত্তরপূর্বের অন্য রাজ্যগুলিও পাবে। শ্রীমতি ভৌমিকের মতে, টি এম সি -র বর্তমান পরিকাঠামোটি এইমস- এর মতো হাসপাতালের জন্য খুবই উপযোগী হতে পারে। কেন্দ্রীয় সরকার শুধু এই পরিকাঠামোটি অধীগ্রহন করে সেখানে এইমস হাসপাতালের সুবিধা চালু করতে হবে মাত্র।