Hare to Whatsapp
স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত ৯ দফা দাবিতে খুব শীঘ্রই তীব্র আন্দোলনে যাওয়ার ঘোষণা দিল রাজ্যের বামপন্থী দুই যুব সংগঠন
By Our Correspondent
আগরতলা, সেপ্টেম্বর ২০, : স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত নয় দফা দাবিতে খুব শীঘ্রই তীব্র আন্দোলনে যাওয়ার ঘোষণা দিল রাজ্যের বামপন্থী দুই যুব সংগঠন ডি ওয়াই এফ আই এবং টি ওয়াই এফ। দুই সংগঠনের নেতারা আজ এক সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা দেন।
যে নয়টি দাবীকে সামনে রেখে এই আন্দোলন কর্মসূচী ঘোষণা দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে,
১) অক্সিজেন সরবরাহের ব্যবস্থা করে জেলাস্তরে কোভিড রোগীদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে।
২) সরকারের ঘোষণা মত কোভিডে মৃত পরিবারগুলিকে ১০ লক্ষ টাকা আর্থিক সহায়তা দ্রুত প্রদান করতে হবে।
৩) জিবি হাসপাতালে রোগীদের চিকিৎসার মান উন্নত করতে হবে। সেখানে শয্যা সংখ্যা বাড়ানো, ত্রুটি মুক্ত অক্সিজেন সরবরাহ ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।
৪) জরুরী ভিত্তিতে চিকিৎসক, নার্স, প্যারামেডিকেল স্টাফ নিয়োগ করে চিকিৎসা পরিষেবা স্বাভাবিক রাখতে হবে।
৫) কোভিড হাসপাতাল এবং কোভিড কেয়ার সেন্টার গুলিতে গুণগতমান বজায় রেখে রোগীদের পুষ্টিকর খাবার প্রদান করতে হবে।
৬) সরকারের বিভিন্ন দপ্তরের শূন্য পদ পূরণ করা, ন্যূনতম ৫০০০ টাকা করে বেকার ভাতা চালু করা।
৭) চিকিৎসক-নার্স স্বাস্থ্য কর্মী সহ সমস্ত ফ্রন্টলাইন যুদ্ধাদের জন্য বিশেষ সুরক্ষার ব্যবস্থা করা।
৮) বেসরকারি হাসপাতাল ও নার্সিং হোম গুলিতে কোভিড রোগীদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। সেক্ষেত্রে অবশ্যই নির্দিষ্ট পরিমাণ চার্জ সরকারিভাবে নির্ধারণ করে দিতে হবে।
৯) নন-কোভিড রোগীদের চিকিৎসার পরিষেবা স্বাভাবিক রাখতে হবে।