কঠোর পরিশ্রম, শৃঙ্খলা ও আত্মবিশ্বাসের মাধ্যমেই যেকোনও লক্ষ্য অর্জন করা সম্ভব : মুখ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, জানুয়ারি ২২, : কঠোর পরিশ্রম, শৃঙ্খলা ও আত্মবিশ্বাসের মাধ্যমেই যেকোনও লক্ষ্য অর্জন করা সম্ভব। রাজ্যের অন্যতম সেরা ক্রিকেটার মণিশংকর মুড়াসিংয়ের ১০০-তম রঞ্জি ট্রফি ম্যাচ হবে তার বাস্তব উদাহরণ। ২১ জানুয়ারি হোটেল ‘পোলো টাওয়ার্সে’ ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত জাতীয়স্তরের ক্রিকেটার মণিশংকর মুড়াসিংয়ের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন।
মুখ্যমন্ত্রী বলেন, মণিশংকর মুড়াসিংয়ের ধারাবাহিক সাফল্য ত্রিপুরার ক্রিকেট জগতে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে, যা রাজ্যের ক্রীড়া ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায় সংযোজন করেছে। তার কৃতিত্ব ত্রিপুরার উদীয়মান ক্রীড়াবিদদের জন্য এক অনুপ্রেরণার উৎস। তিনি বলেন, রাজ্য তথা ভারতে ক্রিকেটের একটি আলাদা স্থান রয়েছে। ক্রিকেট আমাদের দেশের যুব সমাজের কাছে একটি জনপ্রিয় খেলা। তবে প্রতিটি ক্রীড়াক্ষেত্রে চাই অধ্যবসায়, শৃঙ্খলাপরায়ণতা। এর মাধ্যমেই সাফল্য অর্জন করা সম্ভব। শুধুমাত্র পঠন-পাঠনে মনোযোগী হলেই হবে না, খেলাধুলা মানুষকে শারীরিক এবং মানসিকভাবে শক্তিশালী করে তোলে। তিনি নবীন খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন, সাফল্যের একমাত্র চাবিকাঠি হলো অধ্যবসায়, শৃঙ্খলাময় জীবন এবং অবিচল লক্ষ্য। মুখ্যমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মার্গদর্শনে বর্তমান রাজ্য সরকারও রাজ্যের ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে অত্যন্ত আন্তরিক। রাজ্যের খেলোয়াড়দের উন্নতমানের ক্রীড়া পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে ক্রীড়া পরিকাঠামো, আধুনিক প্রশিক্ষণ সুবিধা সম্প্রসারণে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। রাজ্যের যুবক-যুবতীদের মধ্যে মেধার অভাব নেই। যার ফলস্বরূপ ইতিমধ্যেই রাজ্য থেকে বহু প্রতিভাবান ক্রীড়াবিদদের সফলতাও এসেছে এবং রাজ্যের নাম উজ্জ্বল হয়েছে।
মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন রাজ্য ক্রিকেটের উন্নয়নে কাজ করে চলছে যা খুবই প্রশংসনীয়। মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা মণিশংকর মুড়াসিংয়ের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জ্ঞাপন করেন। অনুষ্ঠানে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা শুভেচ্ছা স্মারক হিসেবে রৌপ্য নির্মিত ব্যাট-বল-স্ট্যাম্পের স্মারক ক্রিকেটার মণিশংকর মুড়াসিংয়ের হাতে তুলে দেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন টি.সি.এ.- র সম্পাদক সুব্রত দে, ক্রিকেটার মণিশংকর মুড়াসিং, টি.সি.এ.-র সহ-সভাপতি উপানন্দ দেববর্মা। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন টি.সি.এ.-র সহ-সম্পাদক জয়ন্ত দে, কোষাধ্যক্ষ বাসুদেব চক্রবর্তী।
আরও পড়ুন...