পূর্ণরাজ্য দিবস উপলক্ষ্যে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, জানুয়ারি ২১, : ত্রিপুরা পূর্ণরাজ্য দিবস উপলক্ষ্যে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা সকলকে হার্দিক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন। শুভেচ্ছা বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, ‘১৯৭২ সালের ২১ জানুয়ারি ত্রিপুরা পূর্ণরাজ্যের স্বীকৃতি লাভ করে। ত্রিপুরাকে পূর্ণরাজ্য হিসেবে গড়ে তোলা এবং উন্নয়নের পথে যাদের অবদান রয়েছে, তাঁদের সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অ্যাক্ট ইস্ট পলিসির ফলে ত্রিপুরা সহ উত্তর-পূর্বাঞ্চল উন্নত যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে উন্নয়নের নানা দিক দিয়ে আজ এগিয়ে চলেছে। ২০১৮ সালে ত্রিপুরায় নতুন সরকার ক্ষমতাসীন হওয়ার পর কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, পরিকাঠামো উন্নয়ন, মহিলাদের ক্ষমতায়ন, জনজীবনে নিরাপত্তা প্রদান ও স্বনির্ভরতা অর্জন প্রতিটি ক্ষেত্রেই ত্রিপুরা আজ দেশের অন্যতম রাজ্য হিসাবে চিহ্নিত হয়েছে।
আমাদের মূল লক্ষ্য হচ্ছে, প্রতিটি মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন, অর্থনীতির বিকাশ, রাজ্যের নিজস্ব সম্পদের সদ্ব্যবহার এবং স্বচ্ছ প্রশাসনের মাধ্যমে ক্ষমতার বিকেন্দ্রীকরণ
বিকশিত ভারত গড়ার লক্ষ্যকে সামনে রেখে প্রধানমন্ত্রী মোদিজীর নির্দেশিত পথে আমরা এক উন্নততর রাজ্য গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ। আসুন, ‘নিউ ত্রিপুরা’ গড়ে তুলতে পূর্ণরাজ্য দিবসে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই'।
আরও পড়ুন...