Hare to Whatsapp
মিডিয়াকে মুখ্যমন্ত্রীর হুমকী: নিন্দা জানালো চার বাম যুব সংগঠন, হুমকী প্রত্যাহারের দাবী
By Our Correspondent
আগরতলা, সেপ্টেম্বর ১৬, : এস এফ আই-ডি ওয়াই এফ আই ত্রিপুরা রাজ্য কমিটি ও উপজাতি ছাত্র ইউনিয়ন-উপজাতি যুব ফেডারেশন কেন্দ্রীয় কমিটি মিডিয়াকে দেখে নেওয়ার মুখ্যমন্ত্রীর হুমকীর ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে।
চার বামপন্থী যুব সংগঠন এক বিবৃতিতে বলেছে, সংগঠন গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছে সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী সাব্রুমে একটি সরকারি অনুষ্ঠানে গিয়ে সংবাদ মাধ্যমকে সরাসরি হুমকি দিযে বক্তব্য রেখেছেন।চার বামপন্থী যুব সংগঠন বলেছে, গণতন্ত্রে সংবাদ মাধ্যমের অপরিসীম গুরত্ব রয়েছে। সংবাদমাধ্যমকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলে অভিহিত করা হয়। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী চূড়ান্তভাবে অগণতান্ত্রিক কায়দায় সংবাদ মাধ্যমকে চোখ রাঙিযে তাদের কলম থামিয়ে দিতে চেষ্টা করছেন। এটা চরম স্বৈরাচারী শাসকের মনোভাব মাত্র।
চার সংগঠন আরও বলেছে, মুখ্যমন্ত্রীর হুমকি প্রদর্শনের পরেই রাজ্যের বিভিন্ন জায়গায় শাসকদলের কর্মীদের দ্বারা সাংবাদিকরা আক্রান্ত হচ্ছেন। রাজ্যের ইতিহাসে যা একটি লজ্জাজনক ঘটনা।
চারটি বামপন্থী ছাত্রযুব সংগঠন মনে করে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রকাশ্যে সংবাদমাধ্যমকে হুমকি প্রদর্শন করে যে বক্তব্য রেখেছেন তাতে শাসকের অসহিষ্ণু ও স্বৈরতান্ত্রিক মনোভাবের প্রকাশ ঘটেছে। মুখ্যমন্ত্রীর এই মনোভাবের তীব্র নিন্দা জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী সংবাদমাধ্যম সম্পর্কে যে বক্তব্য রেখেছেন তা দ্রুত প্রত্যাহার করে নিতে দাবী করা হয়েছে।