Hare to Whatsapp
কেন্দ্রীয় রেলমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর সফল বৈঠক।
By Our Correspondent
আগরতলা, ফেব্রুয়ারি ৬, : আজ মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব, কেন্দ্রীয় রেল, বাণিজ্য ও শিল্প মন্ত্রী শ্রী পীযূষ গোয়েলের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকারে ত্রিপুরার স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ ছিল ত্রিপুরায় ডেমো ট্রেন পরিষেবার সুষ্ঠুভাবে সঞ্চালন। কেন্দ্রীয় মন্ত্রী আশ্বাস দিয়েছেন যে, ডেমো ট্রেন পরিষেবা সুষ্ঠুভাবে পরিচালন নিশ্চিত করতে, ত্রিপুরায় রেলওয়ের ওয়ার্কশপকে আরো শক্তিশালী করে গড়ে তোলার পাশাপাশি নানা জরুরি পদক্ষেপ গ্রহণ করা হবে।
তিনি মুখ্যমন্ত্রীর এই প্রস্তাবের সাথেও একমত হয়েছন যে, তীর্থযাত্রীদের সুবিধার্থে দেওঘর এক্সপ্রেসের সূচী সংশোধন করা হবে। পাশাপাশি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ফল ও সবজি পরিবহনের জন্য গ্রিন বগি পরিষেবা সংযুক্ত করার পরামর্শের জন্য কেন্দ্রীয় মন্ত্রী, মুখ্যমন্ত্রীর প্রশংসা করেছেন এবং এতে সম্মত হয়েছেন। যা রাজ্যের কৃষিজাত পণ্য দেশীয় ও আন্তর্জাতিক বাজারে রপ্তানি করার ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা করবে।