Hare to Whatsapp
সংবাদপত্রকে হুমকি ও সাংবাদিকদের উপর হামলা বন্ধের দাবী জানালো সিপিএম
By Our Correspondent
আগরতলা, সেপ্টেম্বর ১৪, : গত ক'দিন ধরে রাজ্যের কয়েকটি স্থানে কর্মরত সাংবাদিকদের ওপর রাজ্যের শাসক দল বিজেপি’র দুর্বৃত্তদের সংগঠিত নৃশংস আক্রমণের তীব্র নিন্দা করছে সি পি আই (এম) ত্রিপুরা রাজ্য সম্পাদকমণ্ডলী।
সাব্রুমের একটি সরকারী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সংবাদ মাধ্যমকে প্রকাশ্য হুমকির চব্বিশ ঘণ্টার মধ্যে বি্লোনীয়ার ঋষ্যমুখ এবং পরদিন আমবাসায় দুজন কর্মরত সাংবাদিক আক্রান্ত হন। আমবাসায় পরাশর বিশ্বাস নামে সাংবাদিকটি করোনা চিকিৎসা করিয়ে বাসভবনে ফেরার পর পরই আক্রান্ত হন এবং
রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি হন।
সিপিএম- এর মতে, শাসক দলের দুর্বত্তপনা এবং অমানবিক প্রতিহিংসা বর্বরতার সীমা ছাড়িয়ে গেছে। বিরোধী দলগুলোর নেতা-কর্মীদের ওপর যে একটানা আক্রমণ চলছে, এখন সাংবাদিকরাও তা থেকে রেহাই পাচ্ছেন না।
রাজ্য সম্পাদকমণ্ডলী সাংবাদিকদের ওপর হিংস্র আক্রমণ এখনি বন্ধ করতে দাবি জানিয়েছে। এবং সমস্ত গণতন্ত্রপ্রিয় মানুষকে এ ধরনের আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হতে আহ্বান জানিয়েছে।