Hare to Whatsapp
মুখ্যমন্ত্রীর হুমকি: সাংবাদিকদের পাশে দাড়ালো আইনজীবী সংগঠন, মুখ্যমন্ত্রীর মন্তব্য প্রত্যাহার দাবী
By Our Correspondent
আগরতলা, সেপ্টেম্বর ১৪, : মুখ্যমন্ত্রী সরকারী অনুষ্ঠানে প্রকাশ্যে রাজ্যের সাংবাদিক ও সংবাদ মাধ্যমকে যে হুমকি দিয়েছেন, সারা ভারত 'আইনজীবী ইউনিয়ন ত্রিপুরা রাজ্য কমিটি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
সংগঠন এক বিবৃতিতে, মুখ্যমন্ত্রীর হুমকির ২৪ ঘন্টার মধ্যে দুজন সাংবাদিকের উপর দৈহিক আক্রমণের ঘটনায় গভীর উদ্বিগ প্রকাশ করেছে। সংগঠন মনে করে সংবাদ মাধ্যমকে দেখে নেবেন বলে মুখ্যমন্ত্রীর হুমকি সম্পূর্ন অনভিপ্রেত।
আইনজীবী সংগঠনের বিবৃতিতে বলা হয়েছে, ত্রিপুরার ইতিহাসে আর কোন মুখ্যমন্ত্রী এই ধরনের হুমকি দিয়েছেন বলে আমাদের জানা নেই। মুখ্যমন্ত্রীর মন্তব্যে স্বাভাবিক ভাবেই উদ্বেগ ছড়িয়েছে সারা রাজ্যে। মুখ্যমন্ত্রীর অসহিষ্ণু আচরণ গণতন্ত্রের পক্ষ বিপদ সঙ্কেত রলে আইনজীবী সংগঠন মনে করে।
সারা ভারত আইনজীবী ইউনিয়ন মনে করে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসাবে পরিচিত সংবাদ মাধ্যমের স্বাধীনতা রক্ষা করা সরকারের কর্তব্য। কেননা, সংবাদমাধ্যম গনতন্ত্রের অতন্দ্র প্রহরী। সংবাদ মা্ধ্যমের পাশে আইনজীবী সহ সকলের ঐক্যবদ্ধ ভাবে দাড়ানো নৈতিক কর্তব্য বলে মন্তব্য করেছে আইনজীবী সংগঠন । তারা আরও বলেছে, আমরা “বরাবরই সংবাদিক বন্ধুদের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো।
রাজ্যের মানুষ যখন করোনা সংক্রমণে দিশাহারা, যখন সংক্রমণ ও মৃত্যুর মিছিল বেড়ে চলেছে এই অবস্থায় সংবাদমাধ্যম ও সাংবাদিকরা জীবন বিপন্ন জেনেও দায়িত্ব পালন করে চলেছেন। সারাভারত গণতান্ত্রিক আইনজীবী ইউনিয়ন ত্রিপুরা রাজ্য কমিটি দাবী এই পরিস্থিতিতে সাংবাদিকদের হুমকি না নিয়ে তাদের দায়িত্ব পালনে সাহায্য করুক সরকার। মুখ্যমন্ত্ৰী অবিলম্বে তার অনভিপ্রেত, অসাংবিধানিক, গণতন্ত্র বিরোধী মন্তব্য প্রত্যাহার করুন বলে আইনজীবী সংগঠন দাবী জানিয়েছে।