চুরাইবাড়ি চেকপোস্ট, থানা, স্টোন ক্রেশার ইউনিট পরিদর্শনে মুখ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, জানুয়ারি ১২, : মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা:) মানিক সাহা ১১ জানুয়ারি ধর্মনগরের চুরাইবাড়ি চেকপোস্ট পরিদর্শন করেন। সেখানে মোটর ভেহিকেল চেকপোস্ট ইউনিট ঘুরে দেখেন। এরপর তিনি চুরাইবাড়ি থানাও পরিদর্শন করেন। পরিদর্শনকালে মুখ্যমন্ত্রী সেখানে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সাথে কথা বলেন। এছাড়াও মুখ্যমন্ত্রী লক্ষ্মীনগর গ্রাম পঞ্চায়েতের ৪ নং ওয়ার্ডে স্টোন ক্রেশার ইউনিট পরিদর্শন করেন। স্টোন ক্রেশার ইউনিটগুলি ত্রিপুরা দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নির্দেশিকা সঠিকভাবে মেনে চলছে কিনা তা খতিয়ে দেখেন এবং এ বিষয়ে জেলাশাসক ও অন্যান্য সংশ্লিষ্টদের সাথে কথা বলেন। পরে মুখ্যমন্ত্রী ধর্মনগরের কামেশ্বরস্থিত অয়েল ডিপো পরিদর্শন করেন। পরিদর্শনকালে মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ, বিধায়ক যাদব লাল দেবনাথ, উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসক চাঁদনী চন্দ্রন, জেলা পুলিশ সুপার অবিনাশ রায় প্রমুখ।
আরও পড়ুন...