Hare to Whatsapp
সিপিএম রাজ্য কমিটি-র সদস্য বিলোনীয়ার তাপস দত্ত এবার আগরতলায় আক্রান্ত
By Our Correspondent
আগরতলা, সেপ্টেম্বর ১৩, : আজ বিকেলে ও এন জি সি সদর দপ্তর এলাকায় সি পি আই (এম) ত্রিপুরা রাজ্য কমিটির সদস্য ও বিলোনীয়া মহকুমা কমিটি সম্পাদক তাপস দত্ত আক্রান্ত হয়েছেন। সিপিএম- এর অভিযোগ, বিজেপি দুর্বৃত্তরা তার উপর বর্বরোচিত ভাবে আক্রমন করেছে। সিপিএম এক বিবৃতিতে এর তীব্র প্রতিবাদ জানিয়েছে।
সি পি আই (এম) ত্রিপুরা রাজ্য সম্পাদকমন্ডলী এক বিবৃতিতে বলেছে, তাপস দত্ত তার মেয়েকে আজকের সর্বভারতীয় ন্যাশনেল ইলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (নীট) পরীক্ষা কেন্দ্রে পৌছে দিয়ে ও এন জি সি সদর দপ্তরের উল্টোদিকের গলিতে একজন আত্মীয়ের বাড়ীতে অপেক্ষা করছিলেন। পরীক্ষা কেন্দ্র ছিল প্রনবানন্দ স্কুলে। মেয়েকে পরীক্ষা কেন্দ্র থেকে ফিরিয়ে আনার জন্য বিকেল পৌনে ৫ টা নাগাদ আত্মীয়ের বাড়ী থেকে ও এন জি সি'র মেইন গেইটের সামনে এলে বিজেপি দুর্বৃত্তরা লাঠিসোটা নিয়ে তাপস দত্তের উপর বর্বরোচিত আক্রমন চালায়। দত্তের চিৎকারে আসেপাশের বাড়ী গুলোর মা-বোনেরা বেরিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তাপস দত্ত দু'হাতে ও পিঠে লাঠির আগাত পান। তাকে আই জি এম হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়।
সিপিএম এর অভিযোগ, বিজেপি'র বিপ্লব দেব সরকারের রাজত্বে দলের দুর্বৃত্তরা বল্গাহীন সন্ত্রাসমূলক আক্রমন চালাচ্ছে। মানুষের কোন নিরাপত্তাই নেই।
সিপিআই(এম) রাজ্য সম্পাদকমন্ডলী তাপস দত্তের উপর এই আক্রমনকারী দুর্বৃত্তদের অবিলম্বে গ্রেপ্তার করার দাবি করছে। বিজেপি দুর্বৃত্তদের বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হতে গনতন্ত্রপ্রিয় নাগরিকদের প্রতি আবেদন জানানো হয়েছে।