কৈলাসহরের সংহতি মেলা পঁচিশ বছর অতিক্রম করল, দুই লেখককে সম্মাননা

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, জানুয়ারি ১১, : কৈলাসহরের সংহতি মেলা এবার পঁচিশ বছর অতিক্রম করল।আশ্রয় সামাজিক সংস্হার উদ্যোগে ঊনকোটির জেলাসদর কৈলাসহরে এই মেলা অনুষ্ঠিত হয়ে আসছে।মেলাতে রাজ্য ও বহির্রাজ্যের বিভিন্ন দোকানপাট,নাগরদোলা,যাত্রা ,পুতুল নাচ ইত্যাদির পাশাপাশি থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান,গুণীজনদের সম্মাননা,কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্দ্ধনা ইত্যাদি।এবার কৈলাসহরের ঐতিহ্যবাহী এই সংহতি মেলায় ত্রিপুরার বিশিষ্ট দুই লেখক পান্নালাল রায় ও এল. বীরমঙ্গল সিংহকে সম্মানিত করা হয়।

প্রতিবারই দেশের মণিষীগণ সহ বিশিষ্ট ব্যক্তিদের নামে মেলাটি উৎসর্গ করা হয়।এবার সংহতি মেলা উৎসর্গ করা হয় বীর স্বাধীনতা যোদ্ধা ভগবান বীরসা মুণ্ডার নামে।২রা জানুয়ারি এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে দশ দিন ব্যাপী এই মেলার উদ্বোধন করা হয়।কৈলাসহর প্রেস ক্লাবের সামনে থেকে বিভিন্ন সম্প্রদায়ের চিরাচরিত পোশাক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রদর্শনের মাধ্যমে মিছিল করে মেলার উদ্যোক্তা আশ্রয় সামাজিক সংস্হার সদস্যরা মেলা প্রাঙ্গণে আসেন। তারপর মঞ্চে বিভিন্ন ধর্মাবলম্বীদের ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে উদ্বোধন হয় মেলার। এবার কৈলাসহর এলাকার সফল পাঁচ শতাধিক ছাত্রছাত্রীকে মেলার মুক্ত মঞ্চে সম্বর্ধনা জানানো হয়।প্রতিদিন সন্ধ্যায় ছিল বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান।এর মধ্যে একদিন জুবিন গর্গের প্রতি শ্রদ্ধা জানিয়ে গাওয়া হয় তাঁর গান।সাংস্কৃতিক অনুষ্ঠানে রাজ্য ও বহির্রাজ্যের বিশিষ্ট শিল্পীরা অংশ নেন।মেলার মুক্ত মঞ্চে দেহসৌষ্টব প্রদর্শনী,ক্যারাটে ইত্যাদিও প্রদর্শন হয়।একদিন ছিল গুণীজনদের সম্বর্ধনা।

৯ জানুয়ারি বিশিষ্ট লেখক পান্নালাল রায় ও এল.বীরমঙ্গল সিংহকে সম্বর্ধনা জানিয়ে মেলার প্রধান পৃষ্ঠপোষক কৈলাসহরের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী বীরজিৎ সিংহ বলেন,রাজ্যে লেখালেখির ক্ষেত্রে শ্রী রায় ও শ্রী সিংহ গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। এ পর্যন্ত পান্নাবাবুর পঞ্চাশটি গ্রন্হ প্রকাশিত হয়েছে।রাজ্য ও বহির্রাজ্যের পত্রপত্রিকায় সে সব উচ্চ প্রশংসিত হয়েছে।বিভিন্ন বিষয়ের উপর তাঁর লেখা আমাদের নিত্য সমৃদ্ধ করছে।তিনি বলেন, বীরমঙ্গলবাবু বাংলা এবং মণিপুরী দুই ভাষাতেই লেখালেখি করছেন। মণিপুরী ভাষার পাশাপাশি বাংলাতেও তাঁর বেশ কয়েকটি গ্রন্হ রয়েছে।ত্রিপুরা ও মণিপুর থেকে তিনি অনেক পুরস্কারে ভূষিত হয়েছেন।প্রতি ভাষণে পান্নাবাবু ও বীরমঙ্গলবাবু কৈলাসহরের সংহতি মেলার ভূয়সী প্রশংসা করেন।বিধায়ক বীরজিৎ সিংহ মহোদয়ের সভাপতিত্বে প্রতিষ্ঠিত আশ্রয় সামাজিক সংস্হা সংহতি মেলার মাধ্যমে মানুষে মানুষে মৈত্রী,ভালভাসা ও সংহতি সুদৃঢ় করতে দায়িত্ব পালন করে যাবে বলে তারা আশা প্রকাশ করেন।

আরও পড়ুন...


Post Your Comments Below

নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।

বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।

Free Download Avro Keyboard

Fields with * are mandatory





Posted comments

Till now no approved comments is available.