Hare to Whatsapp
সংবাদ মাধ্যমকে মুখ্যমন্ত্রীর স্বৈরাচারী হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালো সিপিএম
By Our Correspondent
আগরতলা, সেপ্টেম্বর ১২, : রাজের বি জে পি -আই পি এফ টি জোট সরকারের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ১১ সেপ্টেম্বর সাব্রুমেএকটি সরকারি অনুষ্ঠানে সংবাদ মাধ্যমকে দেখে নেওয়ার যে হুমকি দিয়েছেন তা তার চরম সৈরাচারী মানসিকতার নগ্ন বহিঃপ্রকাশ এবং সংবাদপত্রের স্বাধীনতার ওপর আক্রমণ বলে অবহিত করেছে সিপিএম। সিপিএম- এর মতে, করোনা সংক্রমণ মকাবিলা এবং চিকিৎসা ক্ষেত্রে সরকারের চরম ব্যর্থতা আড়াল করতেই মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমকে আক্রমণের জন্য বেছে নিয়েছেন। রাজ্যে গত ২৭/২৮ মাস পরও ত্রিপুরায় গণতন্ত্র ও আইনের শাসন নেই। বিরােধী রাজনৈতিক দিল গুলাে, এমনকি সাধারণ মানুষও প্রতিনিয়ত আক্রান্ত, রক্তাক্ত হচ্ছেন। বিরােধী
দল গুলির মত প্রকাশের সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার নেই করােনায় আক্রান্ত রােগীদের চিকিৎসা অব্যবস্থার প্রকৃত তথ্য তুলে ধরার দায়িত্বশীল ভূমিকা
পালন করায় এখন সংবাদ মাধ্যমকে দেখে নেওয়ার চরম স্বৈরাচারী হুমকি দেওয়া হলো। সি পি আই (এম) ত্রিপুরা রাজ্য সম্পাদকমণ্ডলী সংবাদ মাধ্যমকে মুখ্যমন্ত্রীর স্বৈরাচারী হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ করেছে। এবং সমস্ত গণতপ্রিয় মানুষকে এর প্রতিবাদে সােচ্চার হতে আহ্বান জানিয়েছে।