Hare to Whatsapp
মিডিয়াকে মুখ্যমন্ত্রী-র দেখে নেওয়ার হুমকি, রবিবার প্রেসক্লাবে সব সাংবাদিক, সম্পাদকদের বিশেষ বৈঠক
By Our Correspondent
আগরতলা, সেপ্টেম্বর ১২, : ত্রিপুরার সংবাদপত্র এবং সাংবাদিকরা চিরকালই নিষ্ঠার সাথে দায়বদ্ধতা পালন করে গেছে। চতুর্থ স্তম্ভের সাথে সরকারের কোন বিরোধ দেখা দিলে শেষ পযর্ন্ত আলোচনার মাধ্যমে মিটে গেছে। কিন্তু গত বছর দুই ধরে পরিস্থিতি ধীরে ধীরে নাগালের বাইরে চলে যাচ্ছে। রাষ্ট্রশক্তি সংবাদ মাধ্যমকে কেনা গোলামে পরিনত করতে চাইছে ত্রিপুরায়। সরকারী হুকুমনামা জারি করে সংবাদের সুত্রগুলোর মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। সরকারী ভাবে সামাজিক মাধ্যমে সাংবাদিকদের বিরুদ্ধে কুৎসা রটনা করা হচ্ছে। এতে জড়িত মুখ্যমন্ত্রীর সরকারী দপ্তরও। শাসক দল এবং সরকার প্রায় প্রতিদিন সাংবাদিক সম্মেলন করে সংবাদ মাধ্যমকে হুমকি দিচ্ছে।
ত্রিপুরার মুখ্যমন্ত্রী স্বয়ং প্রকাশ্য সভায় গতকাল সাব্রুমে সংবাদ মাধ্যমকে দেখে নেওয়ার হুমকি দিয়ে মিডিয়া কর্মীদেরকে আতঙ্কের মধ্যে ঠেলে দিয়েছেন। দেশে জরুরি অবস্থার সময়ও ত্রিপুরাতে মিডিয়া এমন আতঙ্কের মধ্যে পড়েনি। এখন ত্রিপুরাতে একটা অসহনীয় পরিস্থিতি তৈরী হয়েছে। এই দুঃসহ পরিস্থিতি নিয়ে মিডিয়ার কি করনীয় সে সম্পর্কে মত বিনিময়ের জন্য রবিবার সকাল ১২ টায় আগরতলা প্রেস ক্লাবে এক সভার আহ্বান করা হয়েছে। এতে সমস্ত মিডিয়া কর্মীদের উপস্থিতি কামনা করেছেন বর্ষীয়ান সম্পাদক শ্রী সুবল কূমার দে।