ঘরানা পাবলিকেশনের একগুচ্ছ গ্রন্হ প্রকাশ
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, জানুয়ারি ৫, : ৪৪তম আগরতলা বইমেলার মুক্তমঞ্চে গত শনিবার আগরতলার বিশিষ্ট প্রকাশন সংস্হা ঘরানা পাবলিকেশনের একগুচ্ছ গ্রন্হ প্রকাশিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উড়িষ্যা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি শুভাশিস তলাপাত্র,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক পান্নালাল রায়,ড.বিথিকা চৌধুরী,শিক্ষাবিদ ড.দেবীপ্রসাদ সিংহ প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট লেখক ড.আশিস বৈদ্য।অনুষ্ঠানের শুরুতে সবাইকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন ঘরানা পাবলিকেশনের কর্ণধার কবি সম্পাদিকা শ্রীমতী কামনা দেব।অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে উড়িষ্যা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি শ্রীতলাপাত্র ঘরানার গ্রন্হ প্রকাশের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে নব প্রজন্মকে আরও বেশি করে লেখালেখির প্রতি আকৃষ্ট করার আহ্বান জানান। সমাজে নারীদের ভূমিকা এবং সাহিত্যে তাদের অবস্থানের বিষয়টিও উঠে আসে তাঁর আলোচনায়।এদিন যে সব গ্রন্হ প্রকাশিত হয়েছে তার মধ্যে রয়েছে পান্নালাল রায়ের 'না বলা অনেক কথা',ড.আশিস বৈদ্যের 'হৃদয়ে রবীন্দ্রনাথ,চেতনায় নজরুল' ইত্যাদি। এদিন ঘরানার যে সব গ্রন্হের মলাট উন্মোচিত হয় সেই সব গ্রন্হ নিয়ে অতিথিরা আলোচনা করেন। সভাপতির ভাষণে ড.বৈদ্য পান্নালাল রায়ের 'না বলা অনেক কথা' প্রসঙ্গে বলেন, গ্রন্হটি ব্যক্তি জীবনের অভিজ্ঞতার আলোকে কার্যত সময়ের এক দলিল হয়ে উঠেছে।এতে ধরা পড়েছে বিগত ছয় দশকের রাজনৈতিক ঘটনা প্রবাহ সহ শিক্ষা-সংস্কৃতি সহ প্রযুক্তির অভাবনীয় পরিবর্তনের কথা।উল্লেখ করা যায় যে,এ বছর আগরতলা বইমেলা উপলক্ষ্যে শ্রী রায়ের পাঁচটি গ্রন্হ প্রকাশিত হয়েছে।এর মধ্যে রয়েছে 'গানের রাজা, সুরের রাজপুত্র',' ত্রিপুরা ও মাতা ত্রিপুরাসুন্দরী','ত্রিপুরায় রাজনীতিক রবীন্দ্রনাথ','রবীন্দ্রনাথওত্রিপুরা,অনুক্ত কৈলাসচন্দ্র'।উল্লেখ্য,
গত শুক্রবার মুখ্যমন্ত্রী ডাঃমানিক সাহা হাফানিয়াতে ৪৪তম আগরতলা বইমেলার উদ্বোধন করেন। এবার মেলাতে ত্রিপুরা ও বহির্রাজ্যের মোট ১৮৩ টি স্টল রয়েছে।সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বইমেলার মুক্ত মঞ্চে প্রতিদিন আলোচনা চক্র সহ নতুন প্রকাশিত বিভিন্ন গ্রন্হের মলাট উন্মোচিত হচ্ছে।
আরও পড়ুন...