Hare to Whatsapp
রঘুপতি নেই
By Our Correspondent
আগরতলা, সেপ্টেম্বর ৫, : রাজ্যের নাট্য জগতে ইন্দ্রপতন। বিশিষ্ট নাট্যকার ও পরিচালক সমীর রায় আর নেই। তাঁর মৃত্যুতে নাট্যজগত শোকস্তব্ধ। রঘুপতির ভূমিকায় তাঁর অভিনয় চিরদিন উজ্জ্বল হয়ে থাকবে। তিনি বেশ কিছু নাটক রচনা যেমন করেছিলেন তেমনি পরিচালনাও করেছিলেন।
খোয়াইতেই তাঁর জন্ম। জন্মস্থান খোয়াই এর গনকী। বেশ ক'বছর খোয়াই হাসপাতালে প্যাথলজিষ্ট হিসাবে কর্মরত ছিলেন। সেই সময়ই নাট্যজগতে হাতেখড়ি। খোয়াই এর বিখ্যাত নাট্য সংস্থা কালচারের ক্যাম্পেইন হঠাৎ করেই যুক্ত হয়ে যান। শুরু করেন অভিনয়। যাত্রা জগতেও বেশ কবছর অভিনয় করেন। খোয়াই থেকে বদলী হয়ে চলে আসেন আগরতলা। জিবি হাসপাতালে প্যাথলজি বিভাগের চীফ এনালিষ্ট পদে দীর্ঘ দিন চাকরি করেন।
এখানেও তিনি নাট্যজগতের সাথে আরো নিবিড় ভাবে জড়িয়ে পড়েন। নিজেও নাটক রচনা করেন এবং পরিচালনাও করেন। বাংলাদেশ ছাড়াও উওর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে নাট্য দল নিয়ে ঘুরে বেরিয়েছেন তিনি। বহু পুরস্কার ও পেয়েছেন তিনি। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সবাই স্তব হয়ে যান। খোয়াইতে এখন শোকের ছায়া। আজই অসংখ্য গুনমুগ্ধদের চোখের জলে বটতলা মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।