Hare to Whatsapp
বিজেপি’র অভিযোগ তাদের খোয়াই মন্ডল অফিসে অগ্নিসংযোগ করেছে সিপিএম
By Our Correspondent
আগরতলা, সেপ্টেম্বর ৪, : সারা রাজ্যে যখন করোনা পরিস্থিতিকে ঘিরে সাধারন মানুষ তটস্থ হয়ে আছে, তখন বৃহস্পতিবার গভীর রাতে ভারতীয় জনতা পার্টির খোয়াই মন্ডল কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়।
বিজেপি’র অভিযোগ, সিপিএম-এর সন্ত্রাসীরা রাতের আধারে তাদের খোয়াই মন্ডল কার্যালয়ে জ্বালানি তেল ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেয়। যদিও দুষ্কৃতীকারীদের উপস্থিতি টের পেয়ে আশপাশের মানুষ ছুটে এলে দুষ্কৃতীকারীরা পালিয়ে যায়। পরে সকলে মিলে আগুন নিয়ন্ত্রনে আনেন।
বিজেপি’র এক বিবৃতিতে আজ এই অভিযেগ করে বলা হয়েছে যে, এক সময় খোয়াই মহকুমাই সিপিএম’এর অভেদ্য দুর্গ হিসাবে পরিচিত ছিল। কিন্তু সাম্প্রতিক কালে খোয়াইতেও এরা অস্তিত্ব সংকটে ভুগছে। এ অবস্থায় সন্ত্রাস এবং ভয়ের বাতাবরন সৃষ্টি করে এলাকায় উত্তেজনা ছড়ানোর চেষ্টায় নেমেছে সিপিএম। ভারতীয় জনতা পার্টি রাজনীতিতে এই ধরনের অপসংস্কৃতির তীব্র বিরোধী দাবী করে সমস্ত রাজনৈতিক দল গুলিকে এই ধরনের কর্মকান্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বিজেপি। একই সঙ্গে পার্টি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় যুক্ত দুষ্কৃতীকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ প্রশাসনের কাছে দাবি জানানো হয়েছে।