Hare to Whatsapp
পূজোতেও কার্ফু জারী থাকবে, সরকারী নির্দেশিকা জারী
By Our Correspondent
আগরতলা, সেপ্টেম্বর ৪, : আসন্ন শারদীয়া উৎসব উপলক্ষে রাজ্য সরকার ২৯ দফা নীতি নির্দেশিকা জারি করেছে। এই নির্দেশিকায় স্পষ্ট ভাবে বলা হয়েছে যে পূজার দিনগুলোতে সান্ধ্য আইন বলবৎ থাকবে।তবে কখন থেকে এই আইন কার্যকর হবে তা পরবর্তী সময়ে ঘোষনা করা হবে।
রাজ্য মুখ্যসচিব স্বাক্ষরিত ২৯ দফা নির্দেশ নামায় স্পষ্টভাবে বলা হয়েছে পূজার দিনগুলোতে কোভিডের প্রকোপ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।যদিও প্রকোপ রোধে রাজ্য সরকার বেশ কিছু ব্যবস্হা নিয়েছে।তবু রাজ্য সরকার মনে করছে বা আশঙ্কা করছে আগামি দিনগুলিতে করোনার প্রকোপ বৃদ্ধি পেতে পারে।সেদিক মাথায় রেখেই সরকার সিদ্ধান্ত নিয়েছে পূজার সময় সান্ধ্য আইন বলবৎ রাখার।অন্যদিকে সরকার বলেছে সব ক্লাবকেই অনুমতি নিতে হবে, তেমনি অনলাইনে চাঁদা আদায় করতে হবে।ব্যাঙ্কের বিশদ বিবরণ উল্লেখ করে দিতেই হবে।বাড়ী বাড়ী/ দোকানে গিয়ে চাঁদা আদায় করা যাবেনা।
সরকার বলেছে কোন অবস্থায় মূর্তি দশফুটের বেশী হতে পারবেনা।মন্ডপ গুলি উন্মুক্ত থাকতে হবে।প্রবেশপথ বড় হতে হবে,সরু পথ থাকতে পারবেনা। সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যবস্হা করতে হবূ তেমনি উদ্যোক্তাদের সেনিটাইজার যেমন রাখতেই হবে তেমনি রাখতে হবে মাক্স।দিনে তিনবার করে মন্ডপ ও মূর্তি সেনিটাইজ করতে হবে।৫/১০ জন যাতে প্রবেশ করতে পারে তার ব্যবস্থা করতে হবে।
চোখধাঁধানো আলোর ব্যবস্হা করা যাবেনা।পূজা উদোক্তারা ইচ্ছে করলে মন্ডপ থেকে দূরত্ব বজায় রেখে এলইডি পর্দা রাখতে পারবে।পংক্তিপ্রসাদ দেয়া যাবেনা।
বিসর্জন দেয়ার জন্য পৃথক ব্যব্স্হা থাকতে হবে। সরকারী ভাবেই বিসর্জন দেয়ার ব্যবস্থা করা হবে। বিসর্জনের সময় গাড়ী নিয়ন্ত্রণে থাকতে হবে।রাস্তার দুদিকে লোক থাকতেই পারবেনা। পুলিশ কঠোর ব্যবস্থা করতেই হবে।