Hare to Whatsapp
গোস্টি কোন্দলে ফের কোপুকাত কংগ্রেস, নিজ দলেই প্রশ্ন করোনা আবহের মধ্যে কেন এই বনধের ডাক?
By Our Correspondent
আগরতলা, সেপ্টেম্বর ১, : পর্যবেক্ষকদের মতে বহুধা বিভক্ত, রাজ্যের বিরোধী দল কংগ্রেসের এখন ত্রাহি ত্রাহি রব। কে কোথায় যাবে, কোন নেতার শিবিরে যাবে তানিয়ে তৎপরতা চলছে।নামকেওয়াস্তে আন্দোলনের নামে কর্মী সমর্থকদের এখন শ্যামরাখি না কূলরাখি অবস্হা।এই পরিস্থিতিতে বড় শিবির বৃহস্পতিবার ১২ ঘন্টার ত্রিপুরা বনধের ডাক দিয়েছে। এই বনধকে কেন্দ্র করে শুরু হয়েছে তর্জা। এই তর্জার ফলে মূল ইস্যু সাড়ে তিন হাত জলের তলায় চলে যেতে বসেছে।করোনা আবহের মধ্যেই ১২ ঘন্টার ত্রিপুরা বনধের ডাক দিয়ে বসেছে বীরজিৎ সিনহার অনুগত গোষ্ঠী। এদের দাবী কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের নিরাপত্তা ব্যবস্হা করা। দাবীর যৌক্তিকতা নিশ্চয়তা রয়েছে। বলা যেতেই পারে বীরজিৎ সিনহার নিরাপত্তা রক্ষী প্রত্যাহার করার কথা। বলা নেই কওয়া নেই হঠাৎ করেই উনার নিরাপত্তা রক্ষী প্রত্যাহার করে নেয়া হয়। উনি কৈলাশহরে বরাবর যাতায়াত করে থাকেন। এক্ষেত্রে নিরাপত্তা রক্ষী বাহিনী থাকা যুক্তি রয়েছে। এর আগেও যাতায়াতের পথে তিনি কয়েকবার আক্রান্ত হয়েছেন।এরা তো রাজ্যের জন্য কাজ করে থাকেন। রাজ্যের স্বার্থে সোচ্চার হন।তবে কেন তাদের রোধ করার চেষ্টা?তবে এটাও প্রশ্ন করোনা আবহের মধ্যে কেন এই বনধের ডাক?