Hare to Whatsapp
রাজ্যে করোনায় মৃত্যু মিছিল অব্যাহত, আরো তিন জনের মৃত্যু, মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাড়িয়েছে ৯৬
By Our Correspondent
আগরতলা, আগষ্ট ২৯, : রাজ্যে করোনায় মৃত্যু মিছিল থামছেই না। আজ আরো তিন জন করোনায় প্রান হারিয়েছেন। এদের নিয়ে মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাড়িয়েছে ৯৬ ।
এদিকে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন ১৯৫ জন। রাজ্যে আক্রান্তের হার ৪.১০%। সুস্হতার হার ৬৬.৫৯%।
এদিকে আগামীকাল থেকে রাজধানীর বাজার গুলি ফের অন্যত্র বসছে।আগেও বাজার স্হানান্তর করা হয়েছিল। লেইক চৌমুহনী বাজার বসবে আস্তাবল ময়দানে, জিবি বাজার কুমারীটিলায়, মঠচৌমুহনী বাজার জাতীয় সড়কের পাশে এবং মহারাজগন্জ বাজার বসবে বিবেকানন্দ মার্কেট এ। মূলতঃ সামাজিক দূরত্ বজায় রাখার জন্যই এই ব্যবস্হা নেয়া হয়েছে।আগেও লকডাউনের সময় বাজার স্হানান্তরিত করা হয়েছিল। কিন্তু কেন বাজার গুলি সরিয়ে আনা হয়েছিল তার কারন কেউ জানেন না।
এদিকে আগরতলা পুর করপোরেশন এলাকা করোনা হাব হয়ে দাড়ানোয় উদ্বেগ দেখা দিলেও রাস্তাঘাটে আগেরমতই বেপরোয়া চলাচল রয়েছে আজও।অনেকেই সামাজিক দূরত্ব যেমন মানছেনা তেমনি মাক্স দিচ্ছে না।
এই ধরনের মানসিকতা পরিবর্তন না করায় আগরতলা ধীরে ধীরে উদ্বেগজনক পর্যায়ে পৌচ্ছাচ্ছে।