Hare to Whatsapp
মানিক সরকার -এর নেতৃত্বে ছয় বাম বিধায়ক বাড়ীতে গিয়ে দেখা করলেন মুখ্যমন্ত্রীর সাথে
By Our Correspondent
আগরতলা, আগষ্ট ২৮, : রাজ্যের এন্ট্রি পয়েন্ট গুলোতে ১০০ শতাংশ টেস্ট, সর্বদলীয় বৈঠক ডেকে ফের কোভিড মোকাবিলায় সবার পরামর্শ গ্রহণ, সচেতনতামূলক প্রচার, প্রয়োজনে মুখ্যমন্ত্রী সহ বিরোধী নেতৃত্বদেরও সেই প্রচার কাজে যুক্ত করা সহ কোভিড মোকাবিলায় মুখ্যমন্ত্রীকে আজ একগুচ্ছ প্রস্তাব দিলেন বাম পরিষদীয় দল। মানিক সরকারের নেতৃত্বে ছয়জন বাম এম এল এ মুখ্যমন্ত্রীর সরকারী বাসভবনে গিয়ে এই দাবী জানিয়ে এসেছেন। মানিক সরকারের সাথে বাদল চৌধুরীও ছিলেন। কোভিড মোকাবিলা, রাজনৈতিক সন্ত্রাস বৃদ্ধি নেবারহুড ক্লাশের নামে এসব কি চলছে মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ন রাখেন বাম পরিষদীয় দল।
রাজ্যের বর্তমান অবস্থায় মানুষের হাতে কাজ দেওয়ার জোরালো দাবিও জানালেন বাম পরিষদীয় দল।বাম বিধায়করা প্রশ্ন তোলেন ছাঁটাই ১০৩২৩ শিক্ষকদের চাকুরি নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের পর এখন তো আর কোন বাঁধা রইলো না। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে অতিদ্রুত এর সমাধানে সরকারকে বিরোধী দলনেতা ও বাম নেতৃত্ব পরামর্শ দেন।
তাছাড়া, কোভিড -এর কারনে কর্ম হীন মানুষকে প্রতিমাসে দশ কিলো চাল ও নগদ সাড়ে সাত হাজার টাকা প্রদানের দাবীও জানান। মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে বিকালে এক সাংবাদিক সন্মেলনে মানিক সরকার সহ বাম বিধায়করা বলেছেন মুখ্যমন্ত্রী ধৈর্য্য ধরে তাদের কথা শোনেছেন। এখন দেখার তিনি কি করেন।