Hare to Whatsapp
রাজ্যে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ৮৯ জনের মৃত্যু, সুস্হতার হার ৬৯.৩ শতাংশ
By Our Correspondent
আগরতলা, আগষ্ট ২৭, : রাজ্যে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ৮৯ জনের মৃত্যু হয়েছে।গত ২৪ ঘন্টায় প্রান হারিয়েছেন ৪ জন।রাজ্যে আক্রান্তের হার ৩.৮৬ শতাংশ।এদিকে সুস্থ হয়ে বাড়ীতে ফিরে গেছেন ১৪২ জন।সুস্হতার হার ৬৯.৩ শতাংশ।
আজ সন্ধ্যায় রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে যে রাজ্যে নুতন করে মৃত্যু হয়েছে চার জনের। করোনা ভাইরাস সংক্রমিত হয়ে এই চারজন নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৯। লক্ষনীয় প্রতিদিনই ছোট্ট রাজ্য ত্রিপুরায় মৃত্যুর মিছিল যেন আর থামছেনা।যদিও চিকিৎসক ও চিকিৎসা কর্মীরা চিকিৎসা পরিষেবা দিয়ে যাচ্ছেন। অনেক ক্ষেত্রে পরিষেবা নিয়ে ত্রুটিবিচ্যুতি র অভিযোগ রয়েছে। পর্যবেক্ষক মহল বলছেন এজিএমসি ,আইজিএম,হাপানিয়া সেন্টারে যে ভাবে চিকিৎসা হওয়ার কথা সে ভাবে হচ্ছে না বলে অভিযোগ। অন্যদিকে চিকিৎসা কর্মীদের কিছু ও সংকট রয়েছে। রাজ্য চিকিৎসা কর্মীর জন্য বিজ্ঞাপন দিয়েছে। কিন্তু এক্ষেত্রে সাড়া পাওয়া যাচ্ছে না বলে খবর।
সংক্রমন বেড়ে যাওয়াতে চিকিৎসা পরিষেবা বিঘ্নিত হচ্ছে বলে খবর।খোদ স্বাস্হ্য দপ্তরের উর্ধ্বতন মহলেই বেশ কজন কোয়ারেনটাইনে গেছেন।খবর হল সর্বত্রই কোয়ারেনটাইন জনিত কারণে অন্যান্য দপ্তর ও প্রায় থিতু মেরে রয়েছে।
কিন্তু রাজ্য শিক্ষা দপ্তর ব্যতিক্রমী। দপ্তরের মন্ত্রী মহোদয় করোনা আবহের মধ্যেই শিক্ষক শিক্ষিকাদের স্কুলে যেতে বাধ্য করেছেন। এক্ষেত্রে তাদের সুরক্ষা মন্ত্রী র কাছে গৌন। মন্ত্রীর কাছে আরো গৌন পড়ুয়াদের স্বাস্হ্য সুরক্ষা ও। এই পরিস্থিতি চলতে থাকলে কখন যে অভাবিত পরিস্থিতি দেখা দেয়ার আশংকা রয়েছে।
কিন্তু মুখ্যমন্ত্রী মুখে কুলুপ এঁটে রয়েছেন।কেন এই অবস্থা চলতে থাকবে সেই প্রশ্ন এখন সবার মুখে।
অন্যদিকে করোনা ভাইরাস সংক্রমণ রোধে রাজ্য সরকার কে অধিকতর সক্রিয় ভূমিকা গ্রহণ করা জরুরি।