Hare to Whatsapp
পদ্মবিল-এর বিডিওকে শারীরিক হেনস্থার প্রতিবাদ জানাল টি সি এস অফিসারস এসো, ফিল্ড লেভেল অফিসারদের জন্য নিরাপত্তার ব্যবস্থা করার দাবী
By Our Correspondent
আগরতলা, আগষ্ট ২৭, : গত ২৬শে আগষ্ট ২০২০ খোয়াই জেলার পদ্মবিল ব্লকের অধীন মারেহাদুক গ্রামে কতিপয় দুষ্কৃতিকারী কর্তৃক পদ্মবিল ব্লকের বিডিও শ্রী বেইসিইয়া ডার্লং কে শারীরিক ভাবে হেনস্থা করেছে। আজ বিষয়টি ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসারস এসোসিয়েশনের গোচরে আসতেই এসোসিয়েশন এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এবং দোষীদের উপযুক্ত কঠোর শাস্তির দাবী করেছে।
টি সি এস অফিসারস এসো-র মতে, সিভিল সার্ভিস অফিসারগন অত্যন্ত নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের সাথে প্রশাসনিক দায়িত্ব পালন করছে এবং রাজ্য তথা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প জনগনের কাছে পৌছে দিচ্ছে। কিন্তু এই দায়ীত্ব পালন করতে গিয়ে মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় কতিপয় দুষ্কৃতিকারীদের দ্বারা সিভিল সার্ভিস অফিসারগণ আক্রান্ত হচ্ছেন যা নিতান্তই উদ্বেগের বিষয়।
গতকাল পদ্মবিল ব্লকের বিডিও শ্রী বেইসিইয়া ডার্লং শারীরিক ভাবে হেনস্থা করার বিষয়টি ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসারস এসোসিয়েশনের নজরে আসার সাথে সাথে এসোসিয়েশনের সভাপতি শ্রী দিলীপ কুমার চাকমা এবং সাধারন সম্পাদক শ্রী অসীম সাহা খোয়াই জেলা প্রশাসনের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থার জন্য দাবী জানান। উল্লেখ্য, বিডিও শ্রী শ্রী বেইসিইয়া ডার্লং আজ খোয়াই থানায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
এদিকে এই বিষয়টি নিয়ে আজ এসোসিয়েশনের এক জরুরী সভা আহ্বান করা হয়। সভা থেকে সিদ্ধান্ত হয় যে প্রয়োজনে এসোসিয়েশনের এক প্রতিনিধি দল খোয়াই জেলা শাসক ও সমাহর্তা এবং পুলিশ সুপারের সাথে মিলিত হয়ে দোষীদের কঠোর শাস্তি চেয়ে এক ডেপুটেশন প্রদান করা হবে। এই অবাঞ্চিত বিষয় সমূহ নিয়ে এসোসিয়েশনের রাজ্য সরকারের দৃষ্টিও আকর্ষন করছে এবং সিভিল সার্ভিসের ফিল্ড লেভেল অফিসারদের সঠিকভাবে দায়িত্ব পালনের জন্য নিরাপত্তার ব্যবস্থা করার জন্য রাজ্য সরকারের নিকট দাবী জানিয়েছে।