দন্ত চিকিৎসকদের অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নিয়ে নিজেদের সময়োপযোগী করে গড়ে তুলতে হবে : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, ২৫ , : শিশুদের শৈশব কাল থেকেই স্বাস্থ্য সম্পর্কে সচেতন করে তুলতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে তাদের সচেতন করতে পারলে অনেক রোগ থেকে তারা মুক্ত থাকবে। বিশেষ করে দাঁতের যত্ন নেওয়ার বিষয়ে ছোটদের প্রথম থেকেই সচেতন করতে হবে। ২৪ ডিসেম্বর আগরতলার প্রজ্ঞাভবনে জাতীয় দন্ত চিকিৎসক দিবস ২০২৫ এবং ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশনের ত্রিপুরা শাখার বার্ষিক ডেন্টাল কনফারেন্সের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, জানার শেষ নেই, শিক্ষারও শেষ নেই। দন্ত চিকিৎসকদেরও অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নিয়ে নিজেদের সময়োপযোগী করে গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে চিকিৎসা পরিকাঠামোর ও পরিষেবার উন্নতির লক্ষ্যে ইতিমধ্যেই দিল্লির এইমসের সঙ্গে মউ স্বাক্ষরিত হয়েছে। চিকিৎসা পরিকাঠামোর উন্নতির অঙ্গ হিসেবে মেডিক্যাল ও জিবিপি হাসপাতালের শয্যা সংখ্যা ৭২৭ থেকে বাড়িয়ে ১৪১৩টি করা হয়েছে। মণিপুরের শিজা হাসপাতাল এবং রিসার্চ ইন্সটিটিউট রাজ্যেও তাদের শাখা চালু করতে যাচ্ছে। ডোনার মন্ত্রকের সহায়তায় ২০২ কোটি টাকা ব্যয়ে গভর্নমেন্ট ডেন্টাল কলেজের নতুন ভবন তৈরি করা হচ্ছে। এম.বি.বি.এস. কোর্সে আসন সংখ্যা বর্তমানে বেড়ে হয়েছে ৪৫০টি। পি.জি. কোর্সে আসন সংখ্যা বেড়ে ৯৩টি হয়েছে। বি.ডি.এস. কোর্সেও আসন সংখ্যা বেড়ে হয়েছে ৬৩টি। চক্ষু চিকিৎসা পরিষেবার উন্নতিতে ১০০ শয্যা বিশিষ্ট চক্ষু হাসপাতাল তৈরি করা হবে।

শিশুদের জন্য স্বাস্থ্য পরিষেবার উন্নতিতে মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান কর্মসূচিতে ১ থেকে ১৯ বছর বয়স পর্যন্ত ১০ লক্ষ ৫৯ হাজার শিশু ও কিশোর কিশোরী অন্তর্ভুক্ত হয়েছে। শিশুদের বিনামূল্যে হার্টের চিকিৎসার জন্য চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালের সাথে রাজ্য সরকারের মউ স্বাক্ষর হয়েছে। মুখ্যমন্ত্রী ভারতের আধুনিক দন্ত চিকিৎসার জনক পদ্মভূষণ ডা. রফিউদ্দিন আহমেদের অবদানের বিষয়েও আলোচনা করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্যে। তিনি বলেন, রাজ্যে স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নে বিগত ৩ বছরে উল্লেখযোগ্য সাফল্য এসেছে। স্বাস্থ্য পরিষেবায় আধুনিক প্রযুক্তি ব্যবহারে রাজ্য সরকার গুরুত্ব দিয়েছে। এছাড়া বক্তব্য রাখেন ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশনের ত্রিপুরা শাখার সভাপতি ডা. পার্থ রায় চৌধুরী।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডা. দেবাশী দেববর্মা, জাতীয় স্বাস্থ্য মিশনের অতিরিক্ত সচিব সাজু বাহিদ এ., পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তরের অধিকর্তা ডা. অঞ্জন দাস, মেডিক্যাল এডুকেশনের অধিকর্তা ডা. এইচ. পি. শর্মা, গভর্নমেন্ট ডেন্টাল কলেজের প্রিন্সিপাল ডা. শালু রায়, ন্যাশনাল হেলথ মিশনের ডি.এইচ.এস. ডা. রাজেশ অনিল আচার্য প্রমুখ।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অ্যাসোসিয়েশনের স্মরণিকার আবরণ উন্মোচন করেন৷ দত্ত চিকিৎসায় বিশেষ অবদানের জন্য চিকিৎসক ডা. গৌরাঙ্গ চক্রবর্তীকে মুখ্যমন্ত্রী সংবর্ধনা প্রদান করেন। টি.বি. রোগ থেকে সম্পূর্ণ মুক্ত হওয়া একজন রোগীকে মুখ্যমন্ত্রী শুভেচ্ছা জানান ও ডায়েট কিট তুলে দেন।

আরও পড়ুন...


Post Your Comments Below

নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।

বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।

Free Download Avro Keyboard

Fields with * are mandatory





Posted comments

Till now no approved comments is available.