Hare to Whatsapp
কোভিডে এখন পর্যন্ত রাজ্যে ৯১৯৪ জন আক্রান্ত এবং এক্টিভ রোগীর সংখ্যা ২৭৩৫, রাজ্য কোভিড ম্যানেজমেন্ট সম্পূর্ণ ভাবে মার খেয়েছে!
By Our Correspondent
আগরতলা, আগষ্ট ২৬, : করোনা তার গ্রাফ বাড়িয়ে চলেছে। আরোও পাঁচজনের প্রান অতিভারী ছিনিয়ে নিয়েছে। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৩ জনে। স্বাভাবিক ভাবেই জনমনে আতঙ্ক, উদ্বেগ, উৎকণ্ঠা বিরাজ করছে।
কোভিডে তো এখন পর্যন্ত রাজ্যে ৯১৯৪ জন আক্রান্ত এবং এক্টিভ কোভিড রোগীর সংখ্যা প্রায় ২৭৩৫ জন। আজ করোনা রোগী বেড়েছে তবে সেই সাথে সুস্হতার হার হ্রাস পেয়েছে।
এখন প্রশ্ন এন্টিজেন টেষ্ট নিয়ে। চিকিৎসকরা মনে করছে এন্টিজেন টেস্টে আকাঙ্ক্ষা মত ফল পাওয়া যাচ্ছে না। এখন অন্য মেশিন আনা হয়েছে যার থেকে ৫ দিন পর ছাড়া রিপোর্ট পাবেন না। মানে মানে ট্রাক টেষ্ট এবং ট্রিট পদ্ধতি ফেল মেরেছে রাজ্যে। তাই এবার নুতন পদ্ধতি মানে প্রচলিত মান্দাতা আমলের পদ্ধতিতে পরীক্ষা হবে। দীর্ঘ সূত্রিতায় ইনফেকটেড রোগী বেড়ে যাবে, চিকিৎসা বিলম্বিত হবে তার ফল হতে পারে আরো বেশ কিছু মৃত্যু। আসলে অনেকই বলছেন রাজ্য কোভিড ম্যানেজমেন্ট সম্পূর্ণ ভাবে মার খেয়েছে।