Hare to Whatsapp
ফ্ল্যাট নির্মান নিয়ে আশিষ সাহা-র চিঠির জবাব দিল টুডা, রেরা-র রেজিস্ট্রি হয়নি স্বীকার করেও দাবী কোন অনিয়ম হচ্ছেনা!
By Our Correspondent
আগরতলা, ২৫ , : বিজেপি বিধায়ক আশিষ কুমার সাহা রাজধানীর কামান চৌমুহনী ও কুঞ্জবনে ত্রিপুরা আরবান ডেভেলপমেন্ট অথরিটি (টুডা)-এর তরফে ফ্ল্যাট নির্মান বিষয়ে সম্প্রতি বেশকিছু অনিয়মের অভিযোগ তোলে মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেবকে গত 22 আগস্ট একটি লিখিত চিঠি দিয়েছিলেন। এবং এই অনিয়মের তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছিলেন। আজ মুখ্যমন্ত্রীকে লেখা চিঠির জবাবদিহি দিয়ে টুডা-র তরফে একটি বিশেষ জবাবদিহি সার্কুলার জারী করা হয়েছে।
টুডা-র এই জবাবদিহি সার্কুলারে বিজেপি বিধায়ক শ্রী সাহার সব অভিযোগই একরকম খন্ডন করা হয়েছে। এবং গুনমান ও যথাযথ আইনী প্রক্রিয়াকে মান্যতা দিয়েই টুডা কর্তৃপক্ষ কামান চৌমুহনী ও রাজধানীর কুঞ্জবনে ফ্ল্যাট নির্মানের উদ্যোগ গ্রহন করছে বলে দাবী করা হয়েছে। তবে শ্রী সাহার একটি অভিযোগ ষ্পষ্টতই স্বীকার করে নেওয়া হয়েছে যে, টুডা কর্তৃপক্ষ রিয়েল এস্টেট রেগুলেটরী অথরিটি (রেরা) এক্ট অনুযায়ী, রেরা-এর আগাম অনুমতি পাওয়ার আগেই ফ্ল্যাট বুকিং-এর জন্য বিজ্ঞপ্তি জারী করে মানুষের কাছ থেকে অর্থ নিয়ে ফ্লেট আগাম বুকিং করেছে। টুডা তাদের জবাবদেহী সার্কুলারে এসম্পর্কে বলেছে যে, ২০১৯ সালের ১লা জুলাই রেরা কর্তৃপক্ষের অনুমোদন চেয়ে এই দুই প্রজেক্টের জন্যে রেজিষ্ট্রেশন-এর যাবতীয় ডকুমেন্টস জমা করেছেন। কিন্তু এখনো অনুমোদন পাননি। তবে ফ্ল্যাট-এর কাজকর্ম শুরুর আগেই রেরা-এর রেজিষ্ট্রেশন পাওয়া যাবে বলে টুডার দাবী।
তাছাড়া বিভিন্ন সামগ্রীর গুনমান, পরিচালন ব্যবস্থাপনা, পানীয় জল, লিস্ট ইত্যাদি বিষয়ে যে অভিযোগ শ্রী সাহা মুখ্যমন্ত্রীকে লেখা তার চিঠিতে উল্লেখ করেছিলেন তা যথাযথ গুনমান বজায় রেখেই করা হবে বলে টুডার দাবী। তাছাড়া কুঞ্জবন ও বিবেকানন্দ মার্কেটের যে জমিতে এই ফ্ল্যাট তৈরী করা হয়েছে সেই জমির মালিকানা ও তার হস্তান্তর নিয়েও কোন সমস্যা নেই বলে টুডা-এর দাবী। একই সাথে ফ্ল্যাট-এর দাম অত্যাধিক বেশী বলে বিধায়ক যে অভিযোগ করেছিলেন তাও ঠিক নয় বলে দাবী করে টুডা বলেছে যে, বর্তমান মার্কেট রেইট অনুযায়ীই দাম নির্ধারন করা হয়েছে। তবে দুই প্রজেক্টের কাজের টেন্ডারে স্থানীয় ঠিকাদারদের অংশগ্রহনের ব্যাপারে যে কঠোর শর্তারোপ করা হয়েছিল এসম্পর্কে টুডা তাদের জবাবদেহী সার্কুলারে কোন মন্তব্য করেনি।