'সংরক্ষণ মেধা ও মূল্যায়নের পরিপন্থী', এডভোকেট দিলীপ সরকার মেমোরিয়াল ফাউন্ডেশন- এর বিতর্ক অনুষ্ঠান রবিবার

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, ডিসেম্বর ১৮, : এডভোকেট দিলীপ সরকার মেমোরিয়াল ফাউন্ডেশন (DSMF) - এর এবছরের বিতর্ক অনুষ্ঠান আগামী রবিবার, ২১শে ডিসেম্বর ২০২৫, বিকেল ৫টা থেকে আগরতলা টাউন হলে অনুষ্ঠিত হবে। ফাউন্ডেশনের চতুর্থ বার্ষিক এই আমন্ত্রমূলক বিতর্ক সভাতে এবছরের টপিক 'সংরক্ষণ মেধা ও মূল্যায়নের পরিপন্থী'।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ড.) মানিক সাহা। সম্মানিত অতিথি হিসেবে অংশ নেবেন মন্ত্রী শ্রী অনিমেষ দেববর্মা এবং ত্রিপুরা মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও প্রাক্তন বিচারপতি শ্রী অরিন্দম লোধ।সমগ্র বিতর্ক সভাটি সঞ্চালনা করবেন কোলকাতার বিশিষ্ট সিনিয়র কার্ডিয়াক সার্জন ও দেশের প্রখ্যাত তর্কবাগিশ ডা. কুণাল সরকার।

বিতর্কে প্রস্তাবের পক্ষে বক্তব্য রাখবেন কোলকাতার বিশ্বনাথ চক্রবর্তী (বিতার্কিক ও রাজনৈতিক বিশ্লেষক), বিলোনীযার ইপ্সিতা ঘোষ (বক্তা ও বিতার্কিক), ভবানী বিশ্বাস (কবি ও লেখক), অনিমা দেববর্মা (সিনিয়র কনসালট্যান্ট, ইউনিসেফ, আগরতলা), এবং ডা মোজাহিদ রহমান (প্রিন্সিপাল, রাজর্ষি কলেজ অব এডুকেশন অ্যান্ড স্কিল, আগরতলা)।

প্রস্তাবের বিপক্ষে বক্তব্য রাখবেন কোলকাতার বাদশা মৈত্র (অভিনেতা, বক্তা ও বিতার্কিক), অভিজিৎ ভট্টাচার্য (ডিরেক্টর ও প্রতিষ্ঠাতা, স্কুল অব সায়েন্স, আগরতলা), ডা. অভিজিৎ ভট্টাচার্য (ডিরেক্টর, টেরেসা ডায়াগনস্টিকস সেন্টার প্রাইভেট লিমিটেড, আগরতলা), মার্লিন ডার্লং (সহকারী অধ্যাপক, জাতীয় আইন বিশ্ববিদ্যালয়, ত্রিপুরা) এবং কৌশিক ইন্দু (আইনজীবী ও সম্পাদক, ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন, আগরতলা)।

উল্লেখ্য, এডভোকেট দিলীপ সরকার মেমোরিয়াল ফাউন্ডেশন মূলত বুদ্ধিদীপ্ত যৌক্তিক সুচিন্তাধারা ও আইন বিষয়ক জন সম্পৃক্ততার উৎকর্ষ সাধনের লক্ষ্যে কাজ করে। প্রয়াত এডভোকেট দিলীপ সরকার (১৯৩৮–২০১৪)-এর স্মৃতিকে সম্মান জানাতে এই ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়। প্রয়াত দিলীপ সরকার ছিলেন একজন বিশিষ্ট ফৌজদারি আইনজীবী, গুয়াহাটি হাইকোর্টের আগরতলা বেঞ্চের প্রাক্তন পাবলিক প্রসিকিউটর এবং ত্রিপুরা হাইকোর্টের প্রথম পাবলিক প্রসিকিউটর। সততা, পেশাগত নিষ্ঠা ও ন্যায়বিচারের প্রতি তাঁর অটল অঙ্গীকার তাঁকে সর্বজনশ্রদ্ধেয় করে'সংরক্ষণ মেধা ও মূল্যায়নের পরিপন্থী', এডভোকেট দিলীপ সরকার মেমোরিয়াল ফাউন্ডেশন- এর বিতর্ক অনুষ্ঠান রবিবার

এডভোকেট দিলীপ সরকার মেমোরিয়াল ফাউন্ডেশন (DSMF) - এর এবছরের বিতর্ক অনুষ্ঠান আগামী রবিবার, ২১শে ডিসেম্বর ২০২৫, বিকেল ৫টা থেকে আগরতলা টাউন হলে অনুষ্ঠিত হবে। ফাউন্ডেশনের চতুর্থ বার্ষিক এই আমন্ত্রমূলক বিতর্ক সভাতে এবছরের টপিক

'সংরক্ষণ মেধা ও মূল্যায়নের পরিপন্থী'।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ড.) মানিক সাহা। সম্মানিত অতিথি হিসেবে অংশ নেবেন মন্ত্রী শ্রী অনিমেষ দেববর্মা এবং ত্রিপুরা মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও প্রাক্তন বিচারপতি শ্রী অরিন্দম লোধ।সমগ্র বিতর্ক সভাটি সঞ্চালনা করবেন কোলকাতার বিশিষ্ট সিনিয়র কার্ডিয়াক সার্জন ও দেশের প্রখ্যাত তর্কবাগিশ ডা. কুণাল সরকার।

বিতর্কে প্রস্তাবের পক্ষে বক্তব্য রাখবেন কোলকাতার বিশ্বনাথ চক্রবর্তী (বিতার্কিক ও রাজনৈতিক বিশ্লেষক), বিলোনীযার ইপ্সিতা ঘোষ (বক্তা ও বিতার্কিক), ভবানী বিশ্বাস (কবি ও লেখক), অনিমা দেববর্মা (সিনিয়র কনসালট্যান্ট, ইউনিসেফ, আগরতলা), এবং ডা মোজাহিদ রহমান (প্রিন্সিপাল, রাজর্ষি কলেজ অব এডুকেশন অ্যান্ড স্কিল, আগরতলা)।

প্রস্তাবের বিপক্ষে বক্তব্য রাখবেন কোলকাতার বাদশা মৈত্র (অভিনেতা, বক্তা ও বিতার্কিক), অভিজিৎ ভট্টাচার্য (ডিরেক্টর ও প্রতিষ্ঠাতা, স্কুল অব সায়েন্স, আগরতলা), ডা. অচিন্ত ভট্টাচার্য (ডিরেক্টর, টেরেসা ডায়াগনস্টিকস সেন্টার প্রাইভেট লিমিটেড, আগরতলা), মার্লিন ডার্লং (সহকারী অধ্যাপক, জাতীয় আইন বিশ্ববিদ্যালয়, ত্রিপুরা) এবং কৌশিক ইন্দু (আইনজীবী ও সম্পাদক, ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন, আগরতলা)।

উল্লেখ্য, এডভোকেট দিলীপ সরকার মেমোরিয়াল ফাউন্ডেশন মূলত বুদ্ধিদীপ্ত যৌক্তিক সুচিন্তাধারা ও আইন বিষয়ক জন সম্পৃক্ততার উৎকর্ষ সাধনের লক্ষ্যে কাজ করে। প্রয়াত এডভোকেট দিলীপ সরকার (১৯৩৮–২০১৪)-এর স্মৃতিকে সম্মান জানাতে এই ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়। প্রয়াত দিলীপ সরকার ছিলেন একজন বিশিষ্ট ফৌজদারি আইনজীবী, গুয়াহাটি হাইকোর্টের আগরতলা বেঞ্চের প্রাক্তন পাবলিক প্রসিকিউটর এবং ত্রিপুরা হাইকোর্টের প্রথম পাবলিক প্রসিকিউটর। সততা, পেশাগত নিষ্ঠা ও ন্যায়বিচারের প্রতি তাঁর অটল অঙ্গীকার তাঁকে সর্বজনশ্রদ্ধেয় করে তুলেছিল।

ফাউন্ডেশনের পক্ষ থেকে বার ও বেঞ্চের সদস্যবৃন্দ, শিক্ষাবিদ, সিভিল সোসাইটির প্রতিনিধিবৃন্দ, গণমাধ্যমকর্মী, ছাত্রছাত্রী এবং সকল সচেতন নাগরিককে এই গুরুত্বপূর্ণ বিতর্ক সভায় উপস্থিত থাকার জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে। তুলেছিল।

ফাউন্ডেশনের পক্ষ থেকে বার ও বেঞ্চের সদস্যবৃন্দ, শিক্ষাবিদ, সিভিল সোসাইটির প্রতিনিধিবৃন্দ, গণমাধ্যমকর্মী, ছাত্রছাত্রী এবং সকল সচেতন নাগরিককে এই গুরুত্বপূর্ণ বিতর্ক সভায় উপস্থিত থাকার জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।

আরও পড়ুন...


Post Your Comments Below

নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।

বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।

Free Download Avro Keyboard

Fields with * are mandatory





Posted comments

Till now no approved comments is available.