Hare to Whatsapp
ভোটে ভিশন ডকুমেন্টকে হাতিয়ার করতে হবেঃ বিরোধী দলনেতা
By Our Correspondent
আগরতলা, আগষ্ট ১৯, : আগামী বিধানসভা ভোটে ভিশন ডকুমেন্টকে হাতিয়ার করার ডাক দিলেন বিরোধী দলনেতা মানিক সরকার। প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা মানিক সরকার মঙ্গলবার সিপিআইএম সদরজেলা কমিটির কার্যালয়ে বামপন্থী যুব কর্মীদের সাংগঠনিক বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেছেন।
বামপন্থীকর্মীদের উজ্জীবিত করতে ও বর্তমান বিজেপি-আইপিএফটি জোট সরকারের বিরুদ্ধে গনমুখী আন্দোলন গড়ার আহ্বান রেখে তিনি বলেছেন বিজেপি পরিচালিত জোট সরকারের সঙ্গে বিগত কংগ্রেস-টি ইউ জে এস জোট সরকারের কোনও রকম তফাৎ নেই। খুমলুং এডিসির সদর দপ্তর আর মহাকরণ সর্বত্রই শুরু হয়েছে শাসক গোষ্ঠীর শরিকি দ্বন্দ্ব।
প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা মানিক সরকার মঙ্গলবার সিপিআইএম সদর জেলা কমিটির কার্যালয়ে বামপন্থী যুব কর্মীদের সাংগঠনিক বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে আরও বলেন, বর্তমান রাজ্য সরকারের দুই শরিক দলের মধ্যে সংঘর্ষ, উপজাতি এলাকায় শান্তি সম্প্রীতি বিনষ্ট করছে। যার উজ্জ্বল নজীর খোয়াই, তৈদু এবং খুমলুং এ ঘটে যাওয়া ঘটনা। আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখেই মুলত এদিনের এই সাংগঠনিক বৈঠক রাজনৈতিক প্রেক্ষাপটে বিশেষ গুরুত্বপুর্ন। বৈঠকে জাতি উপজাতির রক্ষা কবচ এডিসি-র আসন্ন লড়াই সংগ্রামকে আরো বেগবান করতে দলীয় কর্মীদের উজ্জীবিত করার লক্ষ্যেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই বৈঠক। বর্তমান জটিল রাজনৈতিক পরিস্থিতিতে নিজের রাজনৈতিক অভিজ্ঞতার নিরিখে বাস্তব পরিস্থিতির মূল্যায়ন করে কিভাবে লড়াই গড়ে তুলতে হবে তার মূল্যবান টিপস দেন তিনি।
আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে দুই শরিকের রক্তক্ষয়ী লড়াইয়ের মধ্যে প্রধান বিরোধী দল বামপন্থীরা ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছেন। বিশেষ করে গেল নির্বাচনের ফলাফলের পুনরাবৃত্তি যাতে ঘটে যেতে পারে তার পরামর্শ দেন বিরোধী দলনেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী। এবং বর্তমান শাসক জোটের নির্বাচনের আগে দেওয়া ভিশন ভকুমেন্টের প্রতিশ্রুতি কি ছিল তা প্রচারে নিয়ে যেতে তিনি আহ্বান জানান।