গতানুগতিক পুরানো চিন্তাভাবনার বাইরে গিয়ে ব্যাঙ্কগুলিকে নতুন চিন্তাভাবনা করতে হবে : মুখ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, ডিসেম্বর ১৭, : বিকশিত ভারত ও আত্মনির্ভর ভারত গড়ার জন্য গ্রামে বসবাসকারী মহিলাদের স্বনির্ভর করে তুলতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশেষ গুরুত্ব দিয়েছেন। গ্রামীণ এলাকার মহিলাদের স্বাবলম্বী করে তুলতে স্বসহায়ক দল গঠন করা হচ্ছে। তাদের ঋণ দেওয়ার জন্য স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্ক কে আরও তৎপর হতে হবে। যেসব স্বসহায়ক দল ঋণ নিয়ে সময়মতো ঋণ পরিশোধ করছে তাদের পরবর্তী ঋণ দেওয়ার কাজ আরও সহজতর করতে হবে। ১৬ ডিসেম্বর সচিবালয়ের কনফারেন্স হলে ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্কের সভায় মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন। বৈঠকে তিনি সভাপতিত্ব করেন।
সভায় মুখ্যমন্ত্রী বলেন, গতানুগতিক পুরানো চিন্তাভাবনার বাইরে গিয়ে ব্যাঙ্কগুলিকে নতুন চিন্তাভাবনা করতে হবে। ল্যাম্পস ও প্যাক্সগুলির সঙ্গে সমন্বয় আরও শক্তিশালী করতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কাজের ক্ষেত্রে দক্ষতা উন্নয়নের বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়েছেন। ব্যাঙ্ক এবং ল্যাম্পস ও প্যাক্সগুলিকেও দক্ষতা উন্নয়নের গুরুত্ব অনুধাবন করতে হবে। স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্কের পরিচালন ব্যবস্থা, ব্যবসায়িক লক্ষ্যমাত্রা প্রভৃতি বিষয়ে মুখ্যমন্ত্রী বিস্তারিত খোঁজ খবর নেন। বৈঠকে সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া কো-অপারেটিভ ব্যাঙ্ক এবং ল্যাম্পস ও প্যাক্সগুলির বিষয়ে মুখ্যমন্ত্রীকে বিস্তারিত অবহিত করেন। ব্যাঙ্কের চেয়ারম্যান এন দত্তও আলোচনা করেন। ব্যাঙ্কের এমডি ব্যাংকের ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। সভায় আলোচনা করেন মুখ্যসচিব জে কে সিনহা, সমবায় দপ্তরের সচিব তাপস রায়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর সচিব ড. পি কে চক্রবর্তী সহ সমবায় দপ্তরের আধিকারিকগণ
এছাড়াও আজ মহাকরণের কনফারেন্স হলে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা সভাপতিত্বে ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ মার্কেট ফেডারেশন লিমিটেড বা মার্কফেডের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মুখ্যমন্ত্রী মার্কফেডের কাজকর্ম নিয়ে বিস্তারিত খোঁজ খবর নেন। মার্কফেডের কাজের ক্ষেত্রে আরও গতি আনতে নতুন নতুন শাখা কার্যালয় খোলার পরামর্শ দেন। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার কর্মসংস্থান সৃষ্টির জন্য পিএসইউগুলিকে সাহায্য করছে। এক্ষেত্রে পিএসইউ এবং সংশ্লিষ্ট দপ্তরকে যৌথভাবে পরিকল্পনা গ্রহণ করতে হবে।
সভায় সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া মার্কফেডের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে আলোচনা করেন। মার্কফেডের চেয়ারম্যান অভিজিৎ দেব ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে মুখ্যমন্ত্রীকে অবহিত করেন। আলোচনা করেন মুখ্যসচিব জেকে সিনহা, মুখ্যমন্ত্রীর সচিব ড. পি কে চক্রবর্তী, সমবায় দপ্তরের সচিব তাপস রায়। আলোচনা করেন মার্কফেডের এমডি যোগেশ রিয়াং।
আরও পড়ুন...