Hare to Whatsapp
তৃতীয় বার আক্রান্ত সিপিআই(এম) জলেফা অফিস, সমাজদ্রোহীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি
By Our Correspondent
আগরতলা, আগষ্ট ১৯, : জাতীয় পতাকা তোলায় সিপিআই(এম) জলেফা অফিস বিজেপি সমাজদ্রোহীদের হাতে পুনরায় আক্রান্ত হয়েছে ১৭ আগস্ট গভীর রাতে। সিপিএম-এর অভিযোগ, সমাহদ্রোহীরা সিপিআই(এম) জলেফা অঞ্চল অফিসের পেছনের দরজা, জানালা ভাঙচুর করে এবং অফিসের ভিতরে থাকা নথিপত্র নষ্ট করে দেয়। এই নিয়ে ৩ বার জলেফা অফিস ভাঙচুর হয়েছে। একবার আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়।
খবর পেয়ে মঙ্গলবার সকালে জলেফা অফিস পরিদর্শনে যান সিপিআই(এম) নেতৃত্ব। ছিলেন পার্টির রাজ্য কমিটির সদস্য দীপক চৌধুরী, বিপ্লব সান্যাল, সিপিআই(এম) সাব্রুম মহকুমা সম্পাদক মন্ডলীর সদস্য চিত্তরঞ্জন বসাক, পার্টি নেতৃত্ব ঝুলন দেবনাথ, নারায়ন নাথ, কল্যানব্রত বসাক। ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানায় সিপিআই(এম) সাব্রুম মহকুমা কমিটি। সমাজদ্রোহীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিও জানানো হয়েছে।