Hare to Whatsapp
সুদীপ রায় বর্মন এর পর এবার বিজেপি বিধায়ক আশিষ সাহা কোভিড চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোললেন
By Our Correspondent
আগরতলা, আগষ্ট ১১, : অক্সিজেনের অভাবে রোগী মারা যাচ্ছে রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবি-তে। প্রাক্তন স্বাস্থ্য মন্ত্রী সুদীপ রায় বর্মন- এর পর এবার একই অভিযোগ করলেন বিজেপি বিধায়ক আশিষ কুমার সাহা। শ্রী সাহার অভিযোগ, জিবির NTH-2, Covid block 3rd floor-এ অক্সিজেন সরবরাহ ব্যবস্থাপনায় ত্রুটি রয়েছে। এবং একারনে বেশ কজন কোভিড আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে।
এর আগে প্রাক্তন স্বাস্থ্য মন্ত্রী তথা বিধায়ক সুদীপ রায় বর্মন রাজ্যের বর্তমান স্বাস্থ্য মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে বহুবার Covid-19 চিকিৎসা ব্যবস্থা নিয়ে কিছু পরামর্শ প্রদান করেছেন। তবুও স্বাস্থ্য দপ্তর এর কোনো ধরনের হেলদোল নেই। যার উদাহরন অক্সিজেন সরবরাহে ব্যাপক ত্রুটির কারনে রোগীদের মৃত্যুর কোলে হার মানতে হচ্ছে।
আশিষ সাহার অভিযোগ, কোভিড মোকাবিলায় স্বাস্থ্য দপ্তর ব্যর্থ হচ্ছে। গত ২ আগস্ট বিনাপানি রায় নামে এক মহিলা করোনা রোগীর মৃত্যু হয়েছে বলে তিনি অভিযোগ করেন। তাই জনতার স্বার্থে স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী বিপ্লব কুমার দেবের উদ্দেশ্যে সমস্যা সমাধানের লক্ষ্যে আজ চিঠি প্রদান করেন বিধায়ক আশিস কুমার সাহা।