রাজ্য সরকার স্বাস্থ্য পরিষেবার সুযোগগুলিকে সমাজের প্রান্তিক মানুষের কাছে নিয়ে যেতে বদ্ধপরিকর : মুখ্যমন্ত্ৰী
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, ডিসেম্বর ১২, : রাজ্য সরকার স্বাস্থ্য পরিষেবার উন্নতির স্বার্থে স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়ন, মেডিকেল কলেজ শক্তিশালীকরণ, সুপার স্পেশালিটি পরিষেবা চালু, টেলি মেডিসিন ও ডিজিটাল হেলথ পরিষেবা চালু সহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে এবং সাধারণ মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে সরকার সব সময় আন্তরিক। ১১ ডিসেম্বর আগরতলার হাঁপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের অডিটোরিয়ামে ৩১তম ইস্ট জোনাল কনফারেন্স ও নর্থ ইস্ট স্টেট ব্রাঞ্চের ৩৬তম আই.এ.ডি.ভি.এল.-এর বার্ষিক সম্মেলনের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন।
মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার স্বাস্থ্য পরিষেবার সুযোগগুলিকে সমাজের প্রান্তিক মানুষের কাছে নিয়ে যেতে বদ্ধপরিকর। স্বাস্থ্য পরিষেবাকে উন্নত এবং আধুনিক করে তুলতে সরকার প্রতিনিয়ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। জেলা হাসপাতালগুলির উন্নয়নের পাশাপাশি মহকুমা হাসপাতালগুলিকেও শক্তিশালী করা হচ্ছে। তিনি বলেন, চিকিৎসা ক্ষেত্রে চর্মরোগ বিশেষজ্ঞদের অবদান অসীম। এই ধরনের সম্মেলন চিকিৎসা গবেষণার মান উন্নত করতে সহায়ক হবে। তরুণ চিকিৎসকদের জ্ঞানও সমৃদ্ধ করবে। মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা আই.এ.ডি.ভি.এল.-এর এই উদ্যোগের প্রশংসা করেন। এই ধরনের সম্মেলন জনগণের মধ্যে সচেতনতা গড়ে তুলবে বলে মুখ্যমন্ত্রী আশা ব্যক্ত করেন। এছাড়াও মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার সাফল্যের চিত্র তুলে ধরেন। তিনি এই সম্মেলনের সার্বিক সফলতা কামনা করেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সহ উপস্থিত অতিথিগণ একটি স্মরণিকা এবং নিউজ লেটারের আবরণ উন্মোচন করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এন.ই.আই.এ.ডি.ভি.এল.-এর সভাপতি ডা. সামন্ত বড়ুয়া। এছাড়াও বক্তব্য রাখেন ডা. গৌতম মজুমদার, ডা. রাজীব শর্মা। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন ডা. নির্মাল্য মালাকার, ডা. কমল দাস, ডা. রাজীব রঞ্জন ঠাকুর প্রমুখ।
আরও পড়ুন...