ত্রিপুরা রাজ্যের পর্যটনকে বিশ্ব মানচিত্রে তুলে ধরতে প্রোমো ফেস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে : পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, ডিসেম্বর ১১, : গত এক মাসব্যাপী রাজ্যের বিভিন্ন জেলায় আয়োজন করা হচ্ছে ইউনিটি প্রোমো ফেস্ট ২০২৫৷ এতে অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে। আগামী ১২ ডিসেম্বর স্বামী বিবেকানন্দ ময়দানে হবে সমাপ্তি অনুষ্ঠান। এতে রাজ্যের স্বনামধন্য শিল্পীদের পাশাপাশি বলিউডের বিখ্যাত প্লে ব্যাক সিঙ্গার জুবিন নউটিয়াল সঙ্গীত পরিবেশন করবেন। এই কর্মসূচির বিভিন্ন দিক নিয়ে ১০ ডিসেম্বর গীতাঞ্জলি অতিথিশালায় পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী এক সাংবাদিক সম্মেলনে মিলিত হন।

সাংবাদিক সম্মেলনে পর্যটনমন্ত্রী জানান, আগামী ১২ ডিসেম্বর সমাপ্তি অনুষ্ঠানে রাজ্যের পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডার সৌরভ গাঙ্গুলি উপস্থিত থাকবেন। তিনি জানান, প্রোমো ফেস্টের নামের পাশে এবছর ইউনিটি শব্দটি যুক্ত করা হয়েছে। উদ্দেশ্য হলো রাজ্যে জাতি জনজাতির মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধের বন্ধনকে শক্তিশালী করা। এই উৎসবে জাতি জনজাতিদের সংস্কৃতি, বেশভুষা, খাদ্য, ঐতিহ্যকে বিশ্ববাসীর কাছে তুলে ধরা সম্ভব হয়েছে। ইতিমধ্যেই এই উৎসব রাজ্যের সংস্কৃতির একটি ব্র্যান্ড হিসেবে আত্মপ্রকাশ করেছে। আমাদের রাজ্য ও তৎসংলগ্ন বিভিন্ন অঞ্চলে এই উৎসব আলাদা উন্মাদনার মাত্রা সৃষ্টি করেছে। ত্রিপুরা রাজ্যের পর্যটনকে বিশ্ব মানচিত্রে তুলে ধরতে প্রোমো ফেস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। পর্যটনমন্ত্রী বলেন, ১২ ডিসেম্বরের সমাপ্তি অনুষ্ঠানের জন্য ৩ ধরনের পাসের ব্যবস্থা করা হয়েছে। এগুলি হলো ভি.ভি.আই.পি., ভি.আই.পি. এবং সাধারণ ক্যাটাগরির পাস। আগামীকাল বিকাল ৫টা পর্যন্ত পর্যটন দপ্তরের শ্বেতমহলস্থিত প্রধান কার্যালয়ে সাধারণ ক্যাটাগরির পাস বন্টন করা হবে। তিনি বলেন, গতবারের প্রোমো ফেস্ট উপলক্ষ্যে বিভিন্ন রাজ্য থেকে ৭৮জন ট্যুর অপারেটর রাজ্যে এসেছিলেন। এবারের অনুষ্ঠান উপলক্ষ্যে আগামীকাল আমাদের দেশের ২৭টি রাজ্য থেকে মোট ১২২ জন ট্যুর অপারেটর রাজ্যে আসবেন। তাছাড়াও থাইল্যান্ড, ভুটান, মায়ানমার এবং মালয়েশিয়ার ট্যুর অপারেটররাও আগামীকাল রাজ্যে আসছেন। তাদের মাধ্যমেই আগামীদিনে বহির্বিশ্বে ত্রিপুরার পর্যটন শিল্প উন্মোচিত হবে। ফলে আরও অধিক পরিমাণে বিদেশি পর্যটক রাজ্যে আসবেন বলে পর্যটনমন্ত্রী আশা প্রকাশ করেন।

সাংবাদিক সম্মেলনে পর্যটনমন্ত্রী আরও বলেন, কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী উত্তর পূর্বাঞ্চলে বিদেশি পর্যটক আগমনের দিক দিয়ে ত্রিপুরা রাজ্য সিকিমের পরেই রয়েছে। আমাদের রাজ্যে পর্যটন পরিকাঠামোকে শক্তিশালী করার পাশাপাশি আমাদের আতিথেয়তা, গুণমানসম্পন্ন পরিষেবা, সততার মানকেও বৃদ্ধি করতে হবে।

সাংবাদিক সম্মেলনে আই.জি. (আইন শৃঙ্খলা) মনচাক ইপ্পার বলেন, স্বামী বিবেকানন্দ ময়দানে দর্শকদের ঢোকার জন্য মোট ৮টি গেট থাকবে। এরমধ্যে পরিবহণ ভবনের পাশের গেট দিয়ে ভি.ভি.আই.পি., আস্তাবল ব্রিজের পাশের ২টি গেট দিয়ে ভি.আই.পি. এবং বাকি ৫টি গেট দিয়ে সাধারণ শ্রেণির দর্শকরা প্রবেশ করতে পারবেন। প্রবেশকালে পানীয়জলের বোতল ছাড়া অন্য কিছু নিয়ে প্রবেশ করা যাবে না। ট্রাফিক দপ্তর থেকে ৭টি নো এন্ট্রি পয়েন্ট, ৬টি করে পার্কিং এবং নো পার্কিং জোন এবং ৩টি বিকল্প পথের ব্যবস্থা করা হবে।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সচিব ইউ.কে. চাকমা, ট্রাফিক এস.পি. কান্তা জাঙ্গির, পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার নমিত পাঠক এবং দপ্তরের অধিকর্তা প্রশান্ত বাদল নেগি।

আরও পড়ুন...


Post Your Comments Below

নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।

বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।

Free Download Avro Keyboard

Fields with * are mandatory





Posted comments

Till now no approved comments is available.