Hare to Whatsapp
কেন্দ্রীয় সরকার স্কিম প্রত্যাহার করে নিল, কোভিড রোগীদের মৃত্যুতে দশ লাখ টাকার ক্ষতি পূরনের মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতির কি হবে প্রশ্ন!
By Our Correspondent
আগরতলা, আগষ্ট ৯, : কোভিডে মারা গেলে দশ লাখ টাকা ক্ষতি পূরনের যে প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব সম্প্রতি দিয়েছিলেন, সেই অনুযায়ী এখন পর্যন্ত রাজ্যের কোন কোভিড মৃতের পরিবারেই ক্ষতিপূরণের অর্থ পৌঁছায়নি।
এসম্পর্কে জিজ্ঞেস করা হলে রাজ্য স্বাস্থ্য দপ্তর বা স্বাস্থ্য সচিব এর অফিস কেউই কোন সদুত্তর দিতে পারছেনা। রাজ্য অর্থ দপ্তরের তরফেও এ সম্পর্কে কিছু বলা হচ্ছেনা। কোন সরকারী সার্কুলার এখন পর্যন্ত জারী হয়েছে কিনা জানা যাচ্ছেনা।
এদিকে, কোভিড আক্রান্ত হয়ে রাজ্যে গত এক পক্ষকালের মধ্যে রাজ্যে মোট ৪০ জনের মৃত্যু হয়েছে। মুখ্যমন্ত্রী গত এপ্রিল মাসের ২৯ তারিখ এমর্মে ঘোষণা দিয়েছিলেন যে, রাজ্যে কোভিড আক্রান্ত হয়ে কেউ মারা গেলে তাঁদের ক্ষতিপূরণ হিসাবে দশ লাখ টাকা দেওয়া হবে মৃতের পরিবারকে। ওই সময়ে কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকারের তরফে প্রতি পরিবারকে দেওয়া হবে ছয় লাখ টাকা। প্রথমে কেন্দ্রীয় সরকার এই প্যাকেজ ঘোষণা করে। আর তাতে অনুপ্রাণিত হয়েই মুখ্যমন্ত্রী শ্রী দেব আরও চার লাখ টাকা বাড়িয়ে কোভিড রোগী কেউ ত্রিপুরাতে মারা গেলে দশ লাখ টাকা দেওয়ার কথা ঘোষণা করেন। কেন্দ্রীয় সরকারের প্যাকেজে কোভিড আক্রান্তদের যাবতীয় চিকিৎসা খরচ ছাড়াও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন-এর খরচপত্র সরকার বহন করবে বলে জানানো হয়েছিল। ত্রিপুরাতেও মুখ্যমন্ত্রী তখন কোভিড আক্রান্তদের প্রতিটি পরিবারের জন্য এই স্কিম ঘোষণা করেন। তাছাড়া কেন্দ্রীয়সরকারের তরফে রাজ্য সরকার গুলিকে এককালিন অর্থ সাহায্যের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এই অনুযায়ী ত্রিপুরা সরকারের তরফেও ৩৫৪ কোটি টাকার একটি প্রকল্প দিল্লীতে কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হয়। কিন্তু কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুতি অনুযায়ী কতটাকা রাজ্য সরকারকে এখন পর্যন্ত দিয়েছে তা জানা যাচ্ছেনা।
জানাগেছে, কেন্দ্রীয় সরকার প্রতিটি কোভিড মৃত্যুর জন্যে ছয় লাখ টাকার যে ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দিয়েছিল পরবর্তীকালে কেন্দ্রীয় সরকার এই প্রতিশ্রুতি প্রত্যাহার করে নেয়। কিন্তু রাজ্য সরকার দশ লাখ টাকার ক্ষতিপূরণের প্রতিশ্রুতি এখন পর্যন্ত প্রত্যাহার করেছে এমন খবর নেই। এই অবস্থায় কোভিড আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এরকম পরিবারগুলি ধূয়াশার মধ্যে আছেন তারা আদৌ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব- এর প্রতিশ্রুতি মোতাবেক ক্ষতিপূরণ পাবেন কিনা!