রাজ্য সরকার পর্যটনের ক্ষেত্রে গলফ টুরিজমকে যুক্ত করে রাজ্যকে পর্যটনের হাব হিসেবে গড়ে তুলতে সচেষ্ট হবে : মুখ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, ডিসেম্বর ৮, : ত্রিপুরায় গলফ খেলার জন্য অনেক বিস্তৃত সবুজ টিলা ভূমি রয়েছে। গলফ খেলার পরিকাঠামো উন্নয়নে বিশেষজ্ঞদের পরামর্শক্রমে এই জায়গাগুলিকে কাজে লাগানো যেতে পারে। ৭ ডিসেম্বর শালবাগানস্থিত টাস্কার বি এস এফ গলফ কোর্সে ত্রিপুরা ওপেন গলফ টুর্নামেন্টের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন। তিনি বলেন, মরুভূমিতে যদি গলফ টুর্নামেন্টের আয়োজন করা যেতে পারে তাহলে ত্রিপুরার মত সুন্দর পার্বত্য অঞ্চলে অনায়াসে গলফের আয়োজন করা যেতে পারে। ছোট রাজ্য হলেও ত্রিপুরায় পর্যটনের ব্যাপক সম্ভার রয়েছে। প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরপুর ত্রিপুরায় ইকো-ট্যুরিজম, ধর্মীয় পর্যটন ইতিমধ্যেই দেশ বিদেশের পর্যটকদের কাছে আকর্ষনীয় হয়ে উঠেছে। গলফের প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলা হলে একে কেন্দ্র করেও রাজ্যে পর্যটকদের ব্যাপক সংখ্যায় আগমন ঘটতে পারে। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার পর্যটনের ক্ষেত্রে গলফ টুরিজমকে যুক্ত করে রাজ্যকে পর্যটনের হাব হিসেবে গড়ে তুলতে সচেষ্ট হবে। তিনি বলেন, গলফ হল দক্ষতা ও শারীরিক সক্ষমতার এক সংমিশ্রন। আমাদের দেশে অনেক আগে থেকেই গলফ খেলার প্রচলন শুরু হয়েছে। দেশের মধ্যে কোলকাতা গলফ ক্লাব হল এমন একটি প্রতিষ্ঠান যার ইতিহাস ব্রিটিশ আমল থেকে লেখা হয়ে আসছে। মুখ্যমন্ত্রী ত্রিপুরা ওপেন গলফ টুনামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়দের রাজ্যের পর্যটন কেন্দ্রগুলি ঘুরে প্রকৃতির অপূর্ব সৌন্দর্য উপভোগ করার জন্য আহ্বান জানিয়েছেন।
বিশেষ অতিথির ভাষণে যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিংকু রায় বলেন, রাজ্যের জম্পুইহিলের পাদদেশে গলফ খেলার মত সুদৃশ্য জায়গা রয়েছে। বিশেষজ্ঞদের পরামর্শক্রমে এগুলিকে কাজে লাগানো হবে। তিনি বলেন, রাজ্যের বর্তমান সরকার খেলাধুলার প্রতিটি ক্ষেত্রেই পরিকাঠামো উন্নয়নের কাজ করে চলেছে। প্রয়োজনীয় সংখ্যক গলফ কোর্ট বানানোর জন্য রাজ্য সরকার উদ্যোগী হবে। তিনি বলেন, ক্রীড়া ক্ষেত্রে রাজ্য সরকার যে সমস্ত ইতিবাচক পদক্ষেপ নিয়েছে তার সুফল ইতিমধ্যেই ফলতে শুরু করেছে। জাতীয় ক্ষেত্রে ত্রিপুরা বিভিন্ন প্রতিযোগিতায় ভাল ফলাফল করছে। অনুষ্ঠানে এছাড়া বক্তব্য রাখেন গলফ ফেডারেশন অব ইন্ডিয়ার জেনারেল সেক্রেটারি আর্য বীর আরিয়া। স্বাগত বক্তব্য রাখেন বিএসএফ-এর ত্রিপুরা ফ্রন্টিয়ার-এর আই জি তথা টাস্কার গলফ ক্লাবের সভাপতি অলক কুমার চক্রবর্তী। ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন টাস্কার গলফ ক্লাবের সম্পাদক ডেভিড দেববর্মা।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এবং যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রীকে গলফ ফেডারেশন অব ইন্ডিয়ার আজীবন সদস্য পদ দেওয়া হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ও ক্রীড়ামন্ত্রী বৃক্ষরোপন করেন। উল্লেখ্য, ত্রিপুরা গলফ এসোসিয়েশন এবং টাস্কার গলফ ক্লাবের যৌথ উদ্যোগে এবং গলফ ফেডারেশন অব ইন্ডিয়ার সহযোগিতায় এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
আরও পড়ুন...