Hare to Whatsapp
ফসল নিয়ে কৃষকদের গ্রাম থেকে বের হতে বাধা, বামুটিয়ায় উত্তেজনা
By Our Correspondent
আগরতলা, আগষ্ট ৭, : গ্রামের এক বিয়ে বাড়ীতে করোনা রোগী ধরা পড়ায় পশ্চিম ত্রিপুরা জেলার বামুটিয়া রাঙ্গুটিয়া গ্রামের বিভিন্ন প্রবেশদ্বার ব্যারিকেড দিয়ে আটকে দেয় প্রশাসন। এর ফলে গ্রামের মানুষ তাদের ফসল বাজারে নিয়ে যেতে পারছিলনা। এরই পরিপ্রেক্ষিতে গ্রামের মানুষ আজ সকালে বিক্ষোভ দেখাতে শুরু করে। বেরিকেডের সামনে উৎপাদিত ফসল ফেলে দিয়ে বিক্ষোভ দেখায় গ্রামবাসী। তাদের অভিযোগ, গ্রামের লোকদের আটকে রাখলে চাষীদের সবজি বিক্রি করতে চরম সমস্যার মুখে পড়তে হবে। এছাড়াও অন্যান্য পরিষেবায় ব্যাঘাত ঘটবে। গ্রামবাসীদের বিক্ষোভ প্রদর্শন ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়।
অন্যদিকে, গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে গ্রামের উৎপাদিত ফসল বাজারে বিক্রি করা সহ বিভিন্ন প্রয়োজনীয় চাহিদা পূরণের জন্য তারা কিছু ভলেন্টিয়ার নিয়োগ করে। পন্ঞ্চায়েতের কিছু সদস্যর বক্তব্য, কৃষকদের বাজারে যেতে হবেনা। ফসল তারা বিক্রী করে দেবেন। কিন্তু পন্ঞ্চায়েতের এই সিদ্ধান্তে কৃষকরা রাজী ছিলনা। তাই আজ ভোর থেকেই বেরিকেডের সামনে উপস্থিত ছিলেন তারা।
চাষিদের প্রশ্ন ফসল গুলো নিয়ে অন্যরা বাজারে যেতে পারলে কৃষকরা কেন বাজারে যেতে পারবেনা ? তাই তাতে গ্রামবাসী এবং কৃষক কেউ রাজি হয়নি। এতে উত্তেজনার সৃস্টি হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। কিন্তু কৃষকদের সমস্যার সমাধান হয়নি।