নতুন তিনটি ক্রিমিনাল আইন প্রয়োগের যাবতীয় কার্যকলাপ শীঘ্রই শেষ করার আহ্বান, ফেব্রুয়ারীতে দিল্লিতে সব মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠকে বসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, ডিসেম্বর ২১, ২০২৪: নতুন তিনটি ক্রিমিনাল আইন প্রয়োগের যাবতীয় কার্যকলাপ শীঘ্রই শেষ করার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এন ই সি এর ৭২ তম প্ল্যানারী বৈঠক আজ তিনি এই আহ্বান জানান। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন আগামী ফেব্রুয়ারী মাসে তিনি দিল্লিতে এনিয়ে সব মুখ্যমন্ত্রীদের বৈঠকে বসবেন । তাই তিনি চান এই বৈঠকের আগে উত্তর পূর্বাঞ্চলের সব রাজ্যের পুলিশ প্রধানগন দিল্লিতে বি পি আর এন্ড ডি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসারদের সঙ্গে বসে এই বিষয়ে বকেয়া সব ইস্যূ গুলো সমাধান করে পূর্নাঙ্গ রূপে নতুন তিনটি ক্রিমিনাল আইন প্রয়োগের সব ব্যবস্থা সম্পন্ন হোক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, এই নতুন তিনটি আইন প্রয়োগের মাধ্যমে বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে। তিন বছরের মধ্যে সব আসামি শাস্তি দেয়া যাবে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন উত্তর পূর্বাঞ্চলে এখন শান্তি রয়েছে। তাই এই শান্তিপূর্ণ পরিবেশে উন্নয়নের কাজ কর্ম গুলোকে অতি দ্রুত এগিয়ে নিয়ে যেতে পুলিশ এর ট্রেনিং ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন করা প্রয়োজন।
আজ আগরতলা প্রজ্ঞা ভবনে শুরু হয়েছে উত্তর-পূর্ব পরিষদের (NEC) ৭২ তম প্ল্যানারী সেশন। সেখানে ভাষন দিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আরও বলেন DoNER মন্ত্রকের মন্ত্রী শ্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, DoNER প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার ও তিনি উত্তর পূর্বাঞ্চলের রাজ্য গুলোর প্রতিনিধি হয়ে দিল্লিতে এই অঞ্চলের মানুষের জন্য কথা বলবেন। উত্তর পূর্বাঞ্চলের সকল রাজ্যের রাজ্যপাল, মুখ্যমন্ত্রী মুখ্যসচিব গন সহ উচ্চপদস্থ আধিকারিকদের এই অঞ্চলের কল্যাণে আন্তরিক ভাবে কাজ করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আহ্বান জানান।
আরও পড়ুন...