ত্রিপুরায় গলফ টুরিজমের উজ্জ্বল ভবিষ্যতের সূচনা হল : রাজ্যপাল
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, ডিসেম্বর ৮, : ত্রিপুরা ওপেন গলফ টুর্নামেন্ট নিছক একটি প্রতিযোগিতা নয় এর মধ্যদিয়ে গলফ প্রতিযোগিতা আয়োজনের সর্বভারতীয় অঙ্গনে ত্রিপুরা নিজের জায়গা করে নিল। ত্রিপুরায় গলফের উজ্জ্বল ভবিষ্যতের ক্ষেত্রে এই প্রতিযোগিতা একটি মাইল ষ্টোন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। ৭ ডিসেম্বর বিকালে শালবাগানস্থিত টাস্কার বিএসএফ গলফ কোর্সে ত্রিপুরা ওপেন গলফ টুর্নামেন্টের সমাপনি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল ইন্দ্ৰসেনা রেড্ডি নাল্লু একথা বলেন। তিনি বলেন, এই প্রতিযোগিতার মধ্যদিয়ে ত্রিপুরায় গলফ টুরিজমের উজ্জ্বল ভবিষ্যতের সূচণা হল। এখানে গলফ টুরিজমের প্রসার ঘটলে এর প্রভাব রাজ্যের প্রতিটি স্তরে ঘটবে। রাজ্যের অর্থনীতি সমৃদ্ধ হবে।
অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন গলফ ফেডারেশন অব ইন্ডিয়ার জেনারেল সেক্রেটারী আর্য বীর আরিয়া। স্বাগত বক্তব্য রাখেন বিএসএফ-এর ত্রিপুরা ফ্রন্টিয়ার-এর আইজি অলক কুমার চক্রবর্তী। রাজ্যপাল গলফ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
আরও পড়ুন...