Hare to Whatsapp
ছাঁটাই ১০৩২৩ শিক্ষকদের সরকারী অন্য পদে নিয়োগে শীর্ষ আদালতে যেতে হয় না, এটা একটা জুমলা, কালক্ষেপের অপকৌশল: বিজন ধর
By Our Correspondent
আগরতলা, আগষ্ট ৫, : ছাঁটাই ১০৩২৩ শিক্ষকরা অন্য কোনও সরকারি চাকরি পেতে পারবে না , এ ধরনের কোনও কথাই কোনও স্তরে আদালত বলেনি। সুতরাং ছাঁটাই শিক্ষকদের চাকরি দেওয়ার সম্পূর্ণ দায় ও অধিকার রাজ্য সরকারেরই। বলেছেন বর্ষীয়ান সিপিএম নেতা বিজন ধর।
আজ তিনি এক ফেসবুক পেইজ পোস্টে বলেন, পূর্বতন বামফ্রন্ট সরকার যে অন্তত ১৩০০০ পদ সৃষ্টি করেছিল, বর্তমান সরকারের সদিচ্ছা থাকলে সেইসব পদেই , কিংবা অন্য কোনও তৃতীয় শ্রেণীর পদে তাদের নিয়োগ করতে পারে। এটা রাজ্য সরকারের সদিচ্ছার ওপরই নির্ভর করে। বামফ্রন্ট সরকার থাকলে এভাবেই সমস্যার দ্রুত সমাধান করতো, এটা তিনি হলফ করে বলেন।
বর্তমান সরকার এই সদিচ্ছা না দেখালে সংশ্লিষ্ট সকলকে এ সরকার হটানোর প্রতিজ্ঞা নিয়েই এগোতে হবে উল্লেখ করে শ্রী ধর বলেন, অন্যান্য গণতান্ত্রিক শক্তির সঙ্গে জোট বেঁধে এই কাজে ঝাঁপিয়ে পড়তে হবে। তিনি আরও বলেন, ১০৩২৩ ছাটাই শিক্ষকদের চাকরি ফিরিয়ে দেওয়া সংক্রান্ত বিজেপি'র নির্বাচনী প্রতিশ্রুতি রূপায়নের এটাই একমাত্র রাস্তা।
যদি অতীতে সৃষ্ট পদগুলি তথাকথিত "লেপস" হয়ে যায়, তবে রাজ্য কেবিনেটই তা নবীকৃত করে নিতে পারে, তাতে কোনও আইনি বাধা নেই বলে তিনি দাবী করেন । তার মতে রাজ্য সরকারের কোর্টেই এখন বলটা রয়েছে। এটা-ওটা বলে ভুল বুঝিয়ে আর কতকাল কালক্ষেপ করা হবে? তিনি প্রশ্ন তোলে বলেন দলমত নির্বিশেষে সংশ্লিষ্ট সবাইকে এই কথাটা বুঝতে হবে।
বামপন্থীরা এই ছাঁটাই হওয়া অসহায় শিক্ষকদের পাশে ছিল, আছে, থাকবে বলে প্রতিশ্রুতি দিয়ে তিনি তার ফেসবুক পেইজে আজ একথা গুলো জানান।