Hare to Whatsapp
কলেজে ভর্তি হতে অনলাইন পোর্টাল ও ঘরে বসে পাঠ্যসূচীর সংশয় দূর করতে ছাত্রছাত্রীদের জন্য কল সেন্টার চালু করলো শিক্ষা দপ্তর
By Our Correspondent
আগরতলা, আগষ্ট ৫, : করোনা মহামারী পরিস্থিতিতে, সম্প্রতি ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০২০ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। নিয়ম অনুসারে এখন উচ্চমধ্যমিক উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের কলেজে ভর্তির সময়। এই করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে রাজ্যের সাধারণ ডিগ্রি কলেজে ভর্তির জন্য অনলাইন পোর্টালের উদ্বোধন করে উচ্চ শিক্ষা দপ্তর। মঙ্গলবার শিক্ষা ভবনে এই পোর্টালের উদ্বোধন করেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। পাশাপাশি মানসিক অবসাদগ্রস্ত ছাত্র-ছাত্রীদের জন্য একটি কল সেন্টারেরও আনুষ্ঠানিক অদ্বোধন করেন শিক্ষামন্ত্রী। প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা 0381-241-0053 নম্বরে যেকোন পাঠ্য বিষয়ে জেনে নিতে পারবেন। সকাল দশটা থেকে বিকাল পাচটা পর্যন্ত চালু থাকবে কল সেন্টার।
শিক্ষামন্ত্রী এদিন আরও জানান, এখন আর ছাত্র-ছাত্রীদের কলেজে ভর্তির জন্য বা ফর্ম ফিলাপের জন্য কলেজগুলোতে ছুটাছুটি করতে হবে না। পড়ুয়ারা ঘরে বসেই ফর্ম ফিলাপ করে নিতে পারবে। এতে পড়ুয়াদের ২৬ টাকা খরচ পড়বে। তিনি বলেন, ছাত্র-ছাত্রীরা কলেজে ভর্তি হবার জন্য রাজ্যের যেকোন ৬টি কলেজ কলেজ পছন্দ করতে পারবে। তিনি বলেন, এবছর কলেজে ভর্তির জন্য ছাত্র-ছাত্রীদের থেকে ফি নেওয়া হবে না।
কল সেন্টারের প্রয়োজনীয়তা সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, বাড়ীতে বসেই সাধারণ মোবাইল দিয়ে কল সেন্টারে কল করে ছাত্র ছাত্রীরা তাদের প্রয়োজনীয় বিষয়ে জেনে নিতে পারবে। তাছাড়া মানসিক অবসাদগ্রস্ত ছাত্র-ছাত্রীদের জন্য কল সেন্টারে ২৪ জন শিক্ষক-শিক্ষিকা ছাড়াও ৪ জন চিকিৎসক রাখা হয়েছে। ছাত্র-ছাত্রীরা ফোন করে মানসিক স্বাস্হ্য বিষয়েও কল সেন্টারের সুবিধা নিতে পারবে।
এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের অধিকর্তা সাজু বেইদ, ইউ কে চাকমা সহ অন্যান্যরা। ঘোষিত বিজ্ঞপ্তি অনুযায়ী কল সেন্টার চালু হয়েছে গতকাল থেকেই।