সশস্ত্র বাহিনীর পতাকা দিবস উপলক্ষ্যে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তা
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, ডিসেম্বর ৭, : সশস্ত্র বাহিনীর পতাকা দিবস উপলক্ষ্যে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা সশস্ত্র বাহিনীর সকল জওয়ান, প্রাক্তন সেনা জওয়ান ও তাদের পরিবারবর্গকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। এক শুভেচ্ছাবার্তায় তিনি জানান, ‘কঠিন পরিস্থিতিতে দেশের সীমান্তকে সুরক্ষিত করে যারা দেশের সার্বভৌমত্ব ও অখন্ডতা রক্ষায় নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন আমি তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মাতৃভূমির সেবায় তাদের ভূমিকার জন্য আমি তাদের পরিবারবর্গকেও শুভেচ্ছা জানাচ্ছি।
আমাদের সাহসী সৈনিকগণ এবং প্রাক্তন সৈনিকদের সার্বিক কল্যাণে সকলের স্বতঃস্ফূর্ত দানের মাধ্যমে তাঁদের বীরত্ব ও আত্মত্যাগকে শ্রদ্ধা জানাতে এই দিবস একটি স্মরণীয় উপলক্ষ্য। তাঁদের প্রতি কৃতজ্ঞতার নিদর্শন হিসেবে সংগৃহীত অর্থ দেশের সেবায় আত্মবলিদানকারী সাহসী বীর জওয়ানদের পরিবার এবং নির্ভরশীলদের প্রতি আমাদের সম্মান ও ভালোবাসার প্রতিফলন।
ভারতের 'অপারেশন সিঁদুর' দেশের সার্বভৌমত্ব এবং নাগরিকদের জীবন রক্ষায় সরকারের দৃঢ় প্রতিশ্রুতিকেই সূচিত করে। সন্ত্রাসবাদীদের ঘাঁটির উপর সামরিক পদক্ষেপের মাধ্যমে ভারত তার স্থিতিশীল অবস্থান এবং প্রতিষ্ঠিত আন্তর্জাতিক নিয়মাবলীর প্রতি বিশেষভাবে গুরুত্ব দিয়েছে।’
আরও পড়ুন...