টেকসই উন্নয়ন নিশ্চিত করতে আধুনিক পরিকাঠামো অপরিহার্য : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, ডিসেম্বর ৪, : পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহার বাড়ানোর জন্য রাজ্য সরকার কাজ করছে। ৩ ডিসেম্বর উদয়পুরের খিলপাড়ায় নবনির্মিত সি.এন.জি. স্টেশনের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা। বক্তব্য রাখতে গিয়ে তিনি আরও বলেন, এই স্টেশন চালু হওয়ার ফলে যেমন যান চালকরা উপকৃত হবেন, তেমনি এই স্টেশনের সাহায্যে বাড়ি বাড়ি রান্নার গ্যাস পি.এন.জি. সরবরাহ করা যাবে। এই উদ্যোগ গোমতী জেলার তথা সমগ্র রাজ্যের পরিচ্ছন্ন শক্তি ব্যবহারের ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করবে।

অনুষ্ঠানে আলোচনায় মুখ্যমন্ত্রী বলেন, সি.এন.জি. ও পি.এন.জি. আধুনিক বিশ্বে সবচেয়ে নিরাপদ, সাশ্রয়ী ও পরিবেশ-বান্ধব জ্বালানি। যানবাহনে সি.এন.জি. ব্যবহারে কার্বন নিঃসরণ উল্লেখযোগ্যভাবে কমবে, জ্বালানি সাশ্রয় হবে এবং গণপরিবহণ আরও পরিবেশবান্ধব হবে। অন্যদিকে পি.এন.জি. গৃহস্থালী রান্নার ক্ষেত্রে ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করবে। ফলে সাধারণ মানুষের সিলিন্ডারের উপর নির্ভরতা কমবে এবং রান্নাঘরের নিরাপত্তা বৃদ্ধি পাবে। মুখ্যমন্ত্রী বলেন, এই স্টেশন চালু হওয়ায় স্থানীয়ভাবে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। তিনি বলেন, পরিবেশ রক্ষার পাশাপাশি টেকসই উন্নয়ন নিশ্চিত করতে এ ধরনের আধুনিক পরিকাঠামো অপরিহার্য। রাজ্য সরকারের দূরদর্শী পরিকল্পনা, সংশ্লিষ্ট দপ্তর, গ্যাস কোম্পানির প্রকৌশলী ও কর্মীদের কাজের প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন যে ভবিষ্যতে এই ধরণের আরও পরিবেশবান্ধব প্রকল্প জেলার উন্নয়নকে আরও গতিশীল করবে।

অনুষ্ঠানে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, খিলপাড়াসহ সমগ্র জেলার উন্নয়নে এই স্টেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যানচালকরা খুব সহজে গ্যাস পাবেন। তাতে তারা অর্থনৈতিকভাবে উপকৃত হবেন। শিল্প ও বাণিজ্য মন্ত্রী সান্ত্বনা চাকমা বলেন, রাজ্য সরকার পরিবেশ বান্ধব জ্বালানি ব্যবহার বৃদ্ধির জন্য প্রত্যেকটি জেলায় ধাপে ধাপে সি.এন.জি. স্টেশন স্থাপন করার জন্য উদ্যোগ নিয়েছে। এই স্টেশনটি স্থাপনে প্রায় ৮ কোটি টাকা ব্যায় হয়েছে। আজকের এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোমতী জিলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, বিধায়ক অভিষেক দেবরায়, বিধায়ক জিতেন্দ্র মজুমদার, উদয়পুর পুরপরিষদের চেয়ারপার্সন শীতল চন্দ্র মজুমদার, গোমতী জেলার জেলাশাসক রিঙ্কু লাথের, পুলিশ সুপার ড. কিরণ কুমার কে প্রমুখ। অনুষ্ঠানে সকলকে স্বাগত জানান টি.এন.জি.সি.এল.-এর এম.ডি. প্রলয় পাত্রা।

আরও পড়ুন...


Post Your Comments Below

নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।

বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।

Free Download Avro Keyboard

Fields with * are mandatory





Posted comments

Till now no approved comments is available.