Hare to Whatsapp
চিকিৎসাধীন রোগীর ফের জিবি হাসপাতালে আত্মহত্যা
By Our Correspondent
আগরতলা, আগষ্ট ১, : ত্রিপুরার প্রধান চিকিৎসা কেন্দ্র জিবিপি হাসপাতালে একের পর এক অস্বাভাবিক মৃত্যু হচ্ছে। তিন দিনে দ্বিতীয় ঘটনা গতকাল রাতে। বাড়িতে আত্মহত্যার চেষ্টা করেছিলেন একজন। তাকে সেই দক্ষিণ জেলা থেকে আনা হয়েছিল জিবিপি হাসপাতালে। সেখানে তিনি তিনতলা থেকে ঝাঁপিয়ে পড়ে গতকাল রাতে মারা গেছেন বলে খবর।
অভিযোগ, আত্মহত্যার চেষ্টা যিনি করেছিলেন, তার চিকিৎসায়ও ছিল না বিশেষ কোন ব্যবস্থা। বা ছিলনা কোন বিশেষ নজরদারি। তবে, তিনি করোনা আক্রান্ত ছিলেন বলে খবর, তবে, তারও স্পষ্ট জবাব পাওয় যায়নি জিবি হাসপাতাল থেকে।
জানাগেছে, আগরতলার জিবিপি হাসপাতালে আত্মহননকারী ওই মৃত যুবকের বাড়ি দক্ষিণ ত্রিপুরার বাইখোড়ায় । পরশুদিন তাকে জিবিপি হাসপাতালে আনা হয়েছিল। প্রথমে সে একবার তার বাড়িতেই আত্মহত্যার চেষ্টা করেছিলেন।
জিবি হাসপাতাল থেকে জানা গেছে, হাসপাতালের তিন তলা থেকে সে ঝাঁপ দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি কোভিড পজিটিভ ছিলে কিনা , তা হাসপাতাল থেকে জানা যায় নি। পশ্চিম জেলার স্বাস্থ্য আধিকারিকে এ বিষয়ে একটি মিড়িয়া হাউজ থেকে জিজ্ঞাসা করা হয়েছিল। তিনি বলেছেন, জানেন না। জিবিপি’র মর্গ থেকে একজনকে পিপিই কিট পরা অবস্থায় ট্রলিতে চাপিয়ে বের করতে দেখা যায়। যারা বের করছিলেন, তাদের গায়েও পিপিই কিট ছিল। কিট পরানো অবস্থায় যাকে নিয়ে যাওয়া হচ্ছিল, তিনি ঝাঁপ দিয়ে যিনি মারা গেছেন তিনি , না অন্য কোনও কোভিড আক্রান্তের মৃত্যু হয়েছে, তা জানা যায়নি।
পশ্চিম ত্রিপুয়ারার স্বাস্থ্য আধিকারিক বলেছেন, এমনও হতে পারে, যিনি আত্মহত্যা করেছেন, তার কোভিড টেস্টই হয়নি। তাই সুরক্ষার কথা মাথায় রেখে পিপিই কিট দেয়া হয়ে থাকতে পারে বলে তিনি জানান। তবে, এনসিসি-র এসডিপিও পিয়া মাধুরী মজুমদার নিশ্চিত করেছেন যে মানুষটি আত্মহত্যা করেছেন। এবং তিনি কোভিডে আক্রান্ত ছিলেন।