Hare to Whatsapp
সাধারন বাজেট নিয়ে বিজন ধর ডাবল ইঞ্জিনের সরকার, আর নাই দরকার
By Our Correspondent
আগরতলা, ফেব্রুয়ারি ১, : আজ সংসদে পেশ করা 1920-21 সালের কেন্দ্রীয় বাজেট মন্দাক্রান্ত অর্থনীতি থেকে দেশকে উত্তরণের দিশা দেখায়নি।
জনগণের জিনিষপত্র কেনার ক্ষমতা বাড়িয়ে অভ্যন্তরীণ চাহিদা বাড়ানোর পদক্ষেপ নেওয়া হয়নি। বরং জনকল্যাণকর বিভিন্ন খাতে ব্যাপক ভাবে বরাদ্দ ও ভর্তুকি কমানো হয়েছে।
রাষ্ট্রীয় সম্পদ বিক্রি করে বাজেট ঘাটতি পূরণ ও করপোরেটদের ভর্তুকি দেওয়ার ঢালাও ব্যবস্থা করা হয়েছে।
হিসেবে দুই নম্বরি করে আয় বাড়ানোর কথা বলা হলেও প্রকৃত রাজস্ব আয় এবার আরও কমবে এবং রাজ্যগুলোকে আরও বেশি বঞ্চিত করা হবে।
তফশিলি জাতি ও উপজাতি কল্যাণে এবং পূর্বোত্তরের উন্নয়নে আগের চেয়েও বাজেট বরাদ্দ কমানো হয়েছে।