Hare to Whatsapp
ঈদের প্রাক্ সন্ধ্যায় রামনগর সীমান্ত এলাকায় অশান্তি, হামলা পাল্টা হামলায় আহত ৩
By Our Correspondent
আগরতলা, জুলাই ৩১, : আগামীকাল রোজ শনিবার সকাল সাতটা থেকে মুসলিমদের ঈদুল আযহার নামাজ শুরু হবে। মুসলিমদের সবচেয়ে বড় ঈদ হল কুরবানির ঈদ। এক বছরে দুইটা ঈদ পালন করা হয়। তারা ঈদের দিনেই একটু আনন্দ উল্লাস করে থাকে। কিন্তু এ বছরে মহামারী করুনার কারনে ততো একটা আনন্দ করতে পারবে না। কারন ত্রিপুরা সরকার নির্দেশ দিয়েছে সোশ্যাল ডিসটেন্স মেনটেইন করে বাড়ি বাড়ি দুই তিনজন করে ঈদের নামাজ পড়তে হবে। মহজিদেও এক সাথে পাচ জনের বেশী নামাজ না পড়তে বলা হয়েছে।
ঈদের নামাজ পড়ার পর কুরবানী করা হয়। এই কুরবানীকে কেন্দ্র করে আজ সন্ধ্যা সাতটা সময় আগরতলা রামনগর (7)-এ আরএসএস ও বিশ্ব হিন্দু পরিষদ এর নাম ভাঙ্গিয়ে কিছু দুষ্কৃতী মুখে কালো কাপড় লাগিয়ে দুলাল মিয়া এবং আরো দুই একটি বাড়িতে হামলা চালিয়ে তাদের মারধর করে। কোরবানি ঈদের গরুটি নিয়ে যায় এবং বেশ কয়েকজন আহত হন। আহতদের মধ্যে একজন হলো দুলাল মিয়া।
সিপিএম এর স্হানীয় নেতারা বলেছেন, আজকের এই ঘটনা হিন্দু মুসলিমদের মধ্যে বিবাদ সৃষ্টি করে দিল। এই ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকাতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পশ্চিম জেলার এসপি ঘটনাস্হলে গেছেন।
জানাগেছে, আজ বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল গোহত্যা নিয়ে পুলিশ হেডকোয়ার্টারে ডেপুটেশন দেন কোরবানি ঈদে যাতে কোন ভাবেই গরু কাটতে না দেওয়া হয়। কংগ্রেস অভিযোগ করেছে, মুসলিমদের কোন অনুষ্ঠান এগিয়ে আসলে এই সব কার্যকলাপ শুরু করে এই দুটা সংগঠন।
এন এস ইউ আই এর সম্রাট রায় অভিযোগ করে বলেন, গোমাংস নিয়ে এই সব উসকানিমূলক বক্তব্য রেখে থানায় ডেপুটেশন দেওয়া ঠিক নয়। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ছাত্র নেতা সম্রাট রায়।