ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য সুযোগ সুবিধা আগের তুলনায় অনেক বেড়েছে : কৃষিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, ডিসেম্বর ২, : মোহনপুরস্থিত স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয়ে ১ ডিসেম্বর নবাগত বিদ্যার্থীবরণ উৎসব ২০২৫ এর উদ্বোধন করেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। অনুষ্ঠানের উদ্বোধন করে তিনি বলেন, বর্তমানে ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য সুযোগ সুবিধা আগের তুলনায় অনেক বেড়েছে। গুণগত শিক্ষার ব্যবস্থা করতে কেন্দ্র ও রাজ্য সরকার নয়া শিক্ষানীতি চালু করেছে। গুণগত এবং সময়োপযোগী শিক্ষা দুর্নীতিমুক্ত সমাজ গঠনের জন্যও অপরিহার্য। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং এক ভারত শ্রেষ্ঠ ভারত গঠনে ছাত্রছাত্রীদের এগিয়ে আসতে কৃষিমন্ত্রী আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইকফাই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর বিপ্লব হালদার, পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সদস্য জয়লাল দাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনপুর পুর পরিষদের চেয়ারপার্সন অনিতা দেবনাথ, ভাইস চেয়ারপার্সন শঙ্কর দেব, মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রাকেশ দেব, ভাইস চেয়ারম্যান সঞ্জীব দাস, লেফুঙ্গা বিএসি'র চেয়ারম্যান রণবীর দেববর্মা প্রমুখ। সভাপতিত্ব করেন স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. হারাধন সাহা। স্বাগত বক্তব্য রাখেন মহাবিদ্যালয়ের শিক্ষক সংসদের সম্পাদক ড. বিমল কিশোর আচারিয়া। অনুষ্ঠান উপলক্ষ্যে ক্যুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। কলেজের ছাত্রছাত্রীদের উদ্যোগে এলাকার ১৫টি দুঃস্থ পরিবারকে কম্বল বিতরণ করা হয়।
আরও পড়ুন...