মোবাইল হেলথ কেয়ার ইউনিট প্রকল্পের সূচনা করলেন রাজ্যপাল
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, ডিসেম্বর ১, : ৩০ নভেম্বর রাজভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু পতাকা নেড়ে সেবা ইন্টারন্যাশনাল এবং আর.ই.সি. ফাউন্ডেশনের মোবাইল হেলথ কেয়ার ইউনিট প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। দূরবর্তী এবং জনজাতি এলাকাগুলিতে ঘরে ঘরে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
মোবাইল হেলথ কেয়ার ইউনিটের উদ্বোধন করে রাজ্যপাল ইন্দ্ৰসেনা রেড্ডি নাল্লু বলেন, স্বাস্থ্য পরিষেবার সুযোগ পাওয়া প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। এ ধরনের উদ্যোগ কেবল সেবা প্রদানের মডেল নয়, বরং সামাজিক ন্যায়বিচার ও সহমর্মিতারও প্রতীক। রাজ্যপাল বলেন, সেবা ইন্টারন্যাশনাল দীর্ঘদিন ধরেই দুর্বল জনগোষ্ঠীর বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলে পরিষেবা দিচ্ছে। ধলাই এবং দক্ষিণ ত্রিপুরার ৭২টি গ্রামের প্রায় দেড় লক্ষ মানুষ এই পরিষেবার সুযোগ পাবেন।
অনুষ্ঠানে সেবা ইন্টারন্যাশনালের গ্লোবাল কো-অর্ডিনেটর শ্যাম পরানডে, আর.ই.সি.-র পরিচালক নারায়ণ তিরুপতি বক্তব্য রাখেন। ধন্যবাদসূচক বক্তব্য রাখেন সেবা ইন্টারন্যাশনালের কার্যকরী অধিকর্তা জিনেশ লাল আর.ভি.। রাজ্যপালের সচিব ইউ.কে. চাকমা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। রাজভবন থেকে এ সংবাদ জানানো হয়েছে।
আরও পড়ুন...