Hare to Whatsapp
উচ্চ মাধ্যমিকে এ বছর পাশের হার ৮০.৮০ শতাংশ, এডিসি এলাকায় উত্তীর্ণের হার ৭০.৬৮ শতাংশ
By Our Correspondent
আগরতলা, জুলাই ৩১, : উচ্চ মাধমিকে এ বছর পাশের হার ৮০.৮০ শতাংশ.এডিসি এলাকায় উত্তীর্ণের হার ৭০.৬৮ শতাংশ । উপজাতিয় ছাত্রছাত্রীদের মধ্যে ৬৮.৫৩ এবং ৮৩.৮১ শতাংশ পাশ করেছে।
জেলাস্তরে সর্বোচ্চ পাশের হার সিপাহীজলা।ওখানে পাশেরহার ৮৪.৮৭ । ধলাই জেলায় পাশের হার ৬৭.৬৬ শতাংশ। ১০০ শতাংশ পাশ করা স্কুলের সংখ্যা ২৭। একজনও পাশ করেনি এমন স্কুলেরসংখ্যা সাকুল্যে এক।
ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ আজ সকালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে।ঘোষিত ফলাফলে শীর্ষ স্হানে রয়েছে যথাক্রমে প্রাচ্যভারতী স্কুলের স্বরুপা বনিক (৪৫৫) , রাজধানীর কামিনী কুমার স্কুলে র অন্কিতা পাল (৪৪৬), নেতাজী স্কুলের সবিতা পাল (৪৪০), উমাকান্ত স্কুলের প্রকাশ জ্যোতি শর্মা (৪৩৭) কড় ইমুড়া স্কুলের জান্নাত উল ফেরদৌস (৪২৮) বিশালগড় স্কুলের অন্তরা দেবনাথ (৪২৮), উমাকান্ত স্কুলের বিশাল সাহা (৪২১), নেতাজী সুভাষ বিদ্যানিকেতনের তিথি ভৌমিক,(৪২০) কামিনী কুমার স্কুলে র সুমন রুদ্রপাল(৪১০), কামিনী কুমার স্কুলে র জয়দীপ সাহা(৩৯৮), উমাকান্ত একাডেমীর হৃদয় সাহা(৩৯৬), উদয়পুর ইংলিশ মিডিয়াম স্কুলের পল্লবী দেবনাথ (৪৫১) এবং ধর্মনগর গভঃ গার্লস রং দেবারচ্চনা ভট্টাচার্য (৪৫১) এরা সবাই বানিজ্য বিভাগের।
কলা বিভাগে শীর্ষ স্তরে রয়েছে বিবেকানন্দ বিদ্যাপীঠের বিপাশা চক্রবর্তী (৪৮২), শিশু বিহারের রাজবীর দত্ত (৪৭১)বিলোনিয়া বিদ্যাপীঠের পায়েল দেবনাথ (৪৬৭),একই স্কুলের নিকিতার নাগ((৪৬৬) হৃশ্যমুখের সন্দীপ মল্ল(৪৬৫),নেতাজী স্কুলের শভীক চক্রবর্তী (৪৬৫) খোয়াই গভঃ স্কুলে র স্নিগ্ধা চৌধুরী (৪৬৪) গান্ধী গ্রাম স্কুলের সংঘমিত্রা দেব(৪৬৩)হৃষ্যমুখ স্কুলের সুনন্দা শীল((৪৬১) শিশু বিহারের ধৃতিমান ভট্টাচার্য (৪৬০)মেলাঘরে গার্লস র মৌসুমী দাস(৪৫৯), উদয়পুর স্কুলের পল্লবী দেবনাথ ((৪৫১), ধর্মনগর সরকারী বালিকা বিদ্যালয়ের দেবাচ্চর্না ভট্টাচার্য (৪৫১)
বিজ্ঞান বিভাগের শীর্ষে রয়েছে আর্য কলোনীর রুচিরা সরকার (৪৭৩) উমাকান্ত স্কুলের দীপজয় রুদ্র শর্মা (৪৭২),বাইখোড়া স্কুলের অঙ্কিতা বৈদ্য(৪৬৯) মোহনপুর স্কুলের অন্কন দেব(৪৬৬) উমাকান্ত স্কুলের রুপক সরকার (৪৬১), নেতাজী স্কুলের আকাশ দীপ দে (৪৫৯)শিবরাজ দেব ,বি,বি, ইনস্টিটিউট (৪৫৫)হৃতভাস দেবনাথ উমাকান্ত স্কুলের (৪৫৫) শিশু বিহারের পথিক দে(৪৫৫), বিবেকানন্দ শিশু নিকেতন র রেশমী দেব(৪৩৪) শিশু বিহারের বরনিতা সুত্রধর(৪৫৪) গোল্ডেন ভ্যালীর তন্ময় নাথ(৪৫২) তুলসীবতী স্কুলের সৃষ্টি বনিক(৪৫২)নেতাজী স্কুলের রাজরষী দেব(৪৫২) শিশু বিহারের ঈশিতা পাল(৪৫২)।
এ বছর পরীক্ষা হয়েছিল ২রা মার্চ।মোট পরীক্ষার্থী ছিল ২৭১৪৭ জন। এদের মধ্যে ছাত্র ১৩৪৬০।