ইকফাই বিশ্ববিদ্যালয়ে বইয়ের আবরণ উন্মোচন করলেন রাজ্যপাল
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, নভেম্বর ২৬, : রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু গত ২৫ নভেম্বর, সন্ধ্যায় কামালঘাটস্থিত ইকফাই বিশ্ববিদ্যালয়ে এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এন. জে. যশস্বী-এর জীবন বিষয়ে একটি বইয়ের আবরণ উন্মোচন করেন। ‘First Forever N.J. Yasaswy - They Don't Make them like Him Anymore' এই বইটির প্রকাশক ইকফাই বিশ্ববিদ্যালয়। বইটির আবরণ উন্মোচন করে রাজ্যপাল বলেন, এন. জে. যশস্বী তৃণমূলস্তর থেকে তাঁর শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে এককভাবে গড়ে তুলেছেন। তার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে ইকফাই গ্রুপ অন্যতম। ১৯৮৫ সালে তিনি এককভাবে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার কাজ শুরু করেন। তিনি ছিলেন দূরদৃষ্টি সম্পন্ন। বই প্রকাশ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইকফাই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. বিপ্লব হালদার। সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন ইকফাই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. এ. রঙ্গনাথন। রাজভবন থেকে আজ এই সংবাদ জানানো হয়েছে।
আরও পড়ুন...