Hare to Whatsapp
বিজেপি সরকার আই টি-র প্রসার চায়, তাই নবম শ্রেনী থেকে স্কুলে আই টি কোর্স চালু করেছে: শিক্ষামন্ত্রী
By Our Correspondent
আগরতলা, জুলাই ৩০, : রাজ্যের নতুন সরকার প্রতিষ্ঠার পর থেকেই আধুনিক বিশ্বের সঙ্গে যুক্ত করার প্রচেষ্টা নেওয়া হয়। এই ক্ষেত্রে তথ্য , প্রযুক্তি উন্নত না হলে বিশ্বের সঙ্গে যুক্ত থাকা সম্ভব নয়। তাই কেন্দ্রীয় অনুমোদন পাওয়ার পরেই ট্রিপল আই টি- এই রাজ্যে স্থাপন করা হয়েছে। যাতে করে রাজ্যের ছেলে মেয়েরা তথ্য, প্রযুক্তি ক্ষেত্রে আরো উন্নত হতে পারে। নতুন সরকার নবম শ্রেণীতে শুরু করেছে আই টি বিষয় এর পাঠ্যক্রম। কিছু দিন আগে টি আই টি-তে এম টেকে ডাটা সায়েন্স খোলা হয়েছে। তথ্য, প্রযুক্তির ক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন মানুষ ঘরে বসে অনেক কিছু করতে পারে তথ্য, প্রযুক্তিকে কাজে লাগিয়ে । তাই ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ সিদ্ধান্ত নেয় তাদের নিজস্ব ওয়েব সাইট করার। যদিও ২০০৯ বেসরকারি স্তরে এটা যুক্ত ছিল। কিন্তু অন্যের উপর নির্ভরশীল না হয়ে নিজের পায়ে দাঁড়ানোর জন্য এই নতুন ওয়েব সাইটের সূচনা। এতে শিক্ষক শিক্ষিকা, প্রধান শিক্ষক ও ছাত্র ছাত্রীদের লাভ হবে। একাধিক সমস্যা দূর হবে। মধ্যশিক্ষা পর্ষদ এই ক্ষেত্রে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে। আগামী দিনে মার্কশীট অন লাইনে প্রদানের চিন্তা ভাবনাও রয়েছে। প্রাথমিক ভাবে এখন থেকে নবম শ্রেণীতে এনরোলমেন্টের ক্ষেত্রে স্কুলে বসে ছাত্র ছাত্রীদের নাম নথীভুক্ত করতে পারবে। যাচাইয়ের পর তাঁর কপি প্রিন্ট আউট করে নিতে পারবে ছাত্র ছাত্রীরা। এটা ভাল উদ্যোগ। বৃহস্পতিবার গুর্খাবস্তি ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ কার্যালয়ে মধ্যশিক্ষা পর্ষদের নিজস্ব ওয়েব সাইটের সূচনা করে এই কথা বলেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ।এই শুভ উদ্যোগকে স্বাগত জানান তিনি।
শুক্রবার মধ্যশিক্ষা পর্ষদ উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ করবে। তাঁর জন্য সকলকে আগাম শুভেচ্ছা জানান তিনি। আজ পর্ষদের ওয়েবসাইট উদ্বোধনী অনুস্ঠানে উপস্থিত ছিলেন মধ্যসিক্ষা পর্ষদের সভাপতি ডা ভবতোশ সাহা সহ অন্যান্যরা।