রাজ্য সরকারের লক্ষ্য গ্রাম শহরের প্রতিটি ঘরে স্বাস্থ্যসম্মত পানীয় জল সরবরাহ করা : পর্যালোচনা সভায় মুখ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, নভেম্বর ১৮, : রাজ্যের মানুষকে বিশুদ্ধ পানীয় জল সরবরাহের ক্ষেত্রে সরকার একটা সুষ্ঠু নীতি নিয়ে চলতে চায়। এবিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশও দেওয়া হয়েছে। রাজ্যের মানুষ যাতে কোনও অবস্থাতেই তাদের প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত না হন সেবিষয়ে রাজ্য সরকার সতর্ক রয়েছে। ১৭ নভেম্বর সচিবালয়ের কনফারেন্স হলে পানীয় জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের পর্যালোচনা সভায় মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন। তিনি বলেন, রাজ্য সরকারের লক্ষ্য গ্রাম শহরের প্রতিটি ঘরে স্বাস্থ্যসম্মত পানীয় জল সরবরাহ করা। এক্ষেত্রে জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের মধ্যে সমন্বয় বজায় রেখে কাজ করতে হবে। কোনভাবেই যাতে জলের অপচয় না হয় সেদিকেও বিশেষভাবে নজর দিতে হবে। তিনি বলেন, পাহাড় এবং সমতল জায়গা নিয়েই আমাদের রাজ্য। সেক্ষেত্রে জলের স্তর সর্বত্র সমান নয়। জায়গা বিশেষে বৃষ্টির জলকে সংরক্ষণ করে তা যাতে পানীয় জল হিসেবে ব্যবহার করা যায় সে বিষয়ে দপ্তরের সংশ্লিষ্ট আধিকারিকদের উদ্যোগ নিতে হবে। মুখ্যমন্ত্রী বলেন, জলের গুরুত্ব উপলব্ধি করে বহুমুখী কাজে এর ব্যবহার করার জন্য প্রধানমন্ত্রী অমৃত সরোবর প্রকল্প চালু করেছেন। এই প্রকল্প থেকে আজ মানুষ নানা ভাবে উপকৃত হচ্ছেন।
পর্যালোচনা সভায় পানীয় জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের চিফ ইঞ্জিনীয়ার এ কে দাস জানান, ২০১৯-২০ থেকে ২০২৫-২৬ অর্থবছর পর্যন্ত ৬,২২,২৫৮ টি বাড়িতে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে। এ বিষয়ে যে সমস্ত অভিযোগ পাওয়া যাচ্ছে তা যথাযথভাবে খতিয়ে দেখা হচ্ছে। তিনি জানান, মুখ্যমন্ত্রী হেল্প লাইনের মাধ্যমে ১৮১৪টি অভিযোগ পাওয়া গিয়েছিল। এর মধ্যে ১৮১৩টি অভিযোগের নিষ্পত্তি করা হয়েছে। আমার সরকার পোর্টালের মাধ্যমে ৬২,১৭৪টি সমস্যার কথা তুলে ধরা হয়েছিল। এর মধ্যে এখন পর্যন্ত ৬০,৬৬২টি সমস্যার সমাধান করা হয়েছে। চেষ্টা চলছে ১০০ শতাংশ সমস্যার সমাধান করা। সভায় পূর্ত দপ্তরের সচিব অভিষেক সিং এবং কৃষি দপ্তরের সচিব অপূর্ব রায়ও দপ্তরের নানা প্রকল্প সম্পর্কে মুখ্যমন্ত্রীকে অবহিত করেন। সভায় পানীয় জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের সুপারিনটেন্ড ইঞ্জিনীয়ার এবং এক্সিকিউটিভ ইঞ্জিনীয়ারগণ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন...