Hare to Whatsapp
২৭ জুলাই একদিনে চার করোনা আক্রান্তের মৃত্যু, রাজ্যে করোনায় মৃত্যু বেড়ে দাড়ালো সতের
By Our Correspondent
আগরতলা, জুলাই ২৭, : ২৭ জুলাই রাজ্যে একদিনে সর্বাধিক চারজন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। আজ নতুন পজিটিভ কেস ধরা পড়েছে আরও ১৪৭ জনের। এ অবস্থায় তিন দিনের লকডাউনে করোনা সংক্রমণ কতটুকু নিয়ন্ত্রন করা যাবে এ নিয়ে প্রশ্ন উঠছে। নতুন করে চারজনের মৃত্যুর ফলে রাজ্যে করোনায় মৃত্যু বেড়ে দাড়ালো সতের।
জানাগেছে, আজ জিবি'র কোভিড হাসপাতালে যে চারজনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে তিনজনই বয়স্ক। একজনের বয়স ৪০ বছর। গোমতী জেলার শান্তিপল্লি এলাকার বাসিন্দা মিন্টুচন্দ্র সাহা (৮৪) গত ২৩ জুলাই শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আজ দুপুর দেড়টা নাগাদ তার মৃত্যু হয়েছে। গোমতী জেলার রাজারবাগ এলাকার বাসিন্দা নারায়ন চন্দ্র দেব (৭৫) মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যা নিয়ে ২৫ জুলাই ভর্তি হয়েছে ছিলেন। আজ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দক্ষিণ জেলার জোলাইবাড়ির বাসিন্দা পুলিন মজুমদারের (৭০) এর আজ মৃত্যু হয়েছে। তিনিও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ২৬ জুলাই হাসপাতালে ভর্তি হয়েছিলেন।। চতুর্থ করোনা আক্রান্ত সিপাহীজলা জেলার মেলাঘরের বাসিন্দা দুলাল চন্দ্র পাল (৪০)। তিনিও করোনা আক্রান্ত ছিলেন ও আজ জিবিতে মারা গেছেন। তিনি শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ২৬ জুলাই ভর্তি হয়েছিলেন জিবি'র কোভিড হাসপাতালে।