Hare to Whatsapp
ফের ৪ প্রসূতি করোনা রোগীর হদিশ হাপানিয়া মেডিকেল কলেজে, ৪৮ ঘন্টার জন্য বন্ধ করে দেওয়া হল পরিষেবা
By Our Correspondent
আগরতলা, ২৫ , : ত্রিপুরা মেডিকেল কলেজ তথা ডঃ বি আর আম্বেদকর টিচিং হাসপাতালে ফের পাওয়া গেল করোনা আক্রান্ত একাধিক মহিলা।
একই কারণে বন্ধ করে দেওয়া হয়েছে চিকিৎসা পরিষেবা। আজ থেকে ৪৮ ঘণ্টা হাপানিয়াস্থিত কলেজ হাসপাতালে কোন রোগী ভর্তি করানো হবে না। সব ধরনের অস্ত্রপ্রচার বন্ধ রাখা হয়েছে। বিশেষ করে প্রসূতি বিভাগে কোন রোগিনী ভর্তি করানো হবে না। বন্ধ থাকছে অপারেশনও। পাশাপাশি শিশু ওয়ার্ডে নতুন করে ৪৮ ঘন্টায় কোন রোগীকে ভর্তি রাখা হবে না।
শুক্রবার কলেজ হাসপাতালের প্রসূতি বিভাগে চার জন মহিলার দেহে করোনা পজিটিভ পাওয়া গেছে। গত কয়েকদিন আগে প্রসূতি বিভাগের মহিলা সহ অনেকের লালারসে নমুনা পরীক্ষা করা হয়। আজ তার রিপোর্ট আসে। রিপোর্টে চারজন অন্তঃসত্ত্বা মহিলার দেহে করোনা পজিটিভ পাওয়া যায়। সাথে সাথেই হাসপাতাল কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেয়।
মাত্র কয়েকদিন আগে এই হাসপাতালে দুজন ডাক্তারসহ বেশ কয়েকজনের দেহে করোনা পজিটিভ পাওয়া গিয়েছিল। এরপর বন্ধ রাখা হয় কলেজ হাসপাতালে ভর্তি। ৪৮ ঘন্টা সবধরনের অপারেশন বন্ধ রাখা হয়েছিল।এরপর পুনরায় শুক্রবার হাসপাতালে চিকিৎসাধীন প্রসূতি বিভাগের চারজন মহিলার দেহে করোনা পজিটিভ পাওয়া যায়। ফলে প্রসূতি বিভাগে কোন ধরনের ভর্তি রাখা হবে না আগামী ৪৮ ঘন্টা। হাসপাতালের তরফে ইতিমধ্যেই ওই ওয়ার্ড স্যানিটেশন কাজ শুরু হয়েছে।