ত্রিপুরা সরকারের ভীষ্মদেব স্মৃতি পুরস্কার পাচ্ছেন পারিজাত দত্ত
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, জানুয়ারি ১৪, : ছোটগল্পের জন্য এ বছর ত্রিপুরা সরকারের মর্যাদাপূর্ণ ভীষ্মদেব ভট্টাচার্য স্মৃতি পুরস্কার পাচ্ছেন ত্রিপুরার বিশিষ্ট গল্পকার পারিজাত দত্ত। প্রতি বছর বাংলা ও ককবরক ছোট গল্পে অসামান্য অবদানের জন্য এ পুরস্কার প্রদান করা হয়ে থাকে। বাংলা ভাষায় ছোট গল্পের জন্য ২০২২ সালে সাহিত্যিক মিলন কান্তি দত্ত এই পুরস্কারে ভূষিত হয়েছিলেন। দু'বছর পর এবার বাংলা ভাষায় ছোট গল্পের জন্য এই পুরস্কার পাচ্ছেন পারিজাত। আগামীকাল বইমেলার সমাপ্তি অনুষ্ঠানে তার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে। পারিজাত দত্তের ১০০ টিরও বেশি গল্প এ যাবত প্রকাশিত হয়েছে। সংবাদপত্রে তার প্রথম প্রকাশিত গল্প দৈনিক সংবাদ পত্রিকায়। ১৯৯৪ সালে এই পত্রিকায় তার 'স্বপ্নভঙ্গ' গল্প প্রকাশিত হয় । তার একাধিক সাড়া জাগানো গল্প পাঠকদের চমৎকৃত করেছে। রাজ্যের প্রথম সারির দৈনিক সংবাদপত্রগুলোতে এবং বহির্রাজ্য থেকে প্রকাশিত বাংলা ভাষায় সর্বাধিক প্রচারিত সংবাদপত্র সহ বিভিন্ন ম্যাগাজিন, এ রাজ্যের বিভিন্ন পুজো সংখ্যাগুলিতে তার গল্প নিয়মিত প্রকাশিত হচ্ছে। ত্রিপুরা, পশ্চিমবঙ্গ বাংলাদেশ থেকে প্রকাশিত বিভিন্ন গল্প সংকলনের তার ছোট গল্প রয়েছে। ত্রিপুরা দর্পণ প্রকাশনী থেকে প্রকাশিত সুনীল গঙ্গোপাধ্যায় ও শুভাশিস তলাপাত্র সম্পাদিত 'অস্থির অশ্বক্ষুর' গল্প সংকলনে তার 'ওরা কেউ ভালো নেই' গল্পটি পাঠক মহলে আদৃত। আনন্দবাজার পত্রিকায় 'কাঠিবাজি' গল্প ২০১৯ সালে প্রকাশিত হয়েছিল। দেশ ম্যাগাজিনে 'একটি কবিতার জন্ম' (২০২১) এবং বাতিল টর্চ (২০২২)নামে তাঁর ছোট গল্প প্রকাশিত হয়। আনন্দমেলায় 'জঙ্গলে নবেন্দু' (২০২৩), সানন্দা ম্যাগাজিনে দূর্বা ও একঝাঁক প্রজাপতি (২০১৬), দৈনিক সংবাদ, স্যন্দন, ত্রিপুরা দর্পণ, পূর্বাভাস, ত্রিপুরা ভবিষ্যৎ পত্রিকা, দৈনিক আরোহণ পত্রিকা ইত্যাদির পূজা স্যুভেনিরে এবং লিটল ম্যাগাজিনে তার গল্প নিয়মিতভাবে প্রকাশিত হয়ে চলেছে। গল্পকার অলক দাশগুপ্তের সঙ্গে যৌথভাবে তার একমাত্র গল্প সংকলন 'যৌথ খামার' ১৯৯৯ সালে প্রকাশিত হয়। ত্রিপুরা সরকারের গোমতী সাহিত্যপত্রেও তার একাধিক গল্প প্রকাশিত হয়েছে। উল্লেখ্য তাঁর প্রথম গল্প 'বিপ্লব' ১৯৯৩ সালে আগরতলায় ওয়েস্টার্ন ক্লাবের একটি পূজা স্যুভেনিরে প্রকাশিত হয়েছিল। আখ্যানের বিকেলের উদ্যোগে সাহিত্য অকাদেমির সহযোগিতায় নেকল এর সভাগৃহে সম্প্রতি তার গল্প 'বাতিল টর্চ ' পাঠ করা হয় এবং তার উপর মনোজ্ঞ আলোচনা হয়। ২০২৪ সালে বইমেলায় 'আমাদের কফি হাউজ' এর পক্ষ থেকে পারিজাত দত্ত কে দীনবন্ধু আচার্য স্মৃতি সাহিত্য পুরস্কার প্রদান করা হয়। ইতিপূর্বে মানসী সাহিত্য পত্রিকার উদ্যোগে তাকে ডঃ ব্রজগোপাল রায় সাহিত্য পুরস্কার, বিটিভির উদ্যোগে সাংবাদিকতার জন্য বিশেষ পুরস্কার সহ বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। নব চন্দনা প্রকাশনী থেকে প্রকাশিত 'ত্রিপুরার সংবাদপত্রের ইতিহাস', তার একটি উল্লেখযোগ্য গ্রন্থ। ত্রিপুরা দর্পণ পত্রিকার প্রাক্তন সাংবাদিক পারিজাত দত্ত বর্তমানে ত্রিপুরার সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে জনসংযোগ আধিকারিক পদে কর্মরত। তিনি আগরতলা প্রেস ক্লাবের সহযোগী সদস্য। উল্লেখ্য ২০২৩ ও ২০২৪ সালে ককবরক ছোট গল্পের জন্য এই পুরস্কার লাভ করেছিলেন যথাক্রমে শ্যামলী দেববর্মা ও অসিত দেববর্মা।
আরও পড়ুন...