Hare to Whatsapp

আহত দুঃস্থ শিল্পীর চিকিৎসার জন্য সংস্কৃতি সংসদের আর্থিক সহায়তা

By Our Correspondent

আগরতলা, ফেব্রুয়ারি ১, : গত 30 শে জানুয়ারি '20 ইং তারিখে তবলা শিল্পী তুলসী আচার্য এক পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে জিবি হাসপাতালের ট্রমা সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন |

আজ সংস্কৃতি সংসদের সভাপতি মনোরঞ্জন দেব, সাধারণ সম্পাদক দেবাশীষ অধিকারী ও কোষাদক্ষ দেবাশীষ ভট্টাচাৰ্যসহ সংসদের একটি টীম জিবি হাসপাতালে গিয়ে আহত তুলসী আচার্যকে দেখে আসেন এবং ডাক্তারদের সাথে কথা বলে তুলসী আচার্যর স্বাস্থ্যের খোঁজ খবর নেন | বাহাত্তর ঘন্টা অতিক্রম নাহলে কিছুই বলা যাবেনা বলে জানান চিকিৎসকেরা | গতকালও সংস্কৃতি সংসদের জুনিয়রদের এক টীম আহত তুলসী আচার্যকে দেখতে জিবি হাসপাতালে যান |

আর্থিকভাবে অনেকটাই অস্বচ্ছল আহত তুলসী আচার্যর চিকিৎসায় সহায়তা করার জন্য সংস্কৃতি সংসদের 'সংস্কৃতি কর্মী কল্যাণ তহবিল' থেকে আহত তুলসী আচার্যর পরিবারকে ন্যূনতম পাঁচ হাজার (৫০০০/-) টাকা তুলে দেন সংস্কৃতি সংসদের কর্মকর্তারা |

বিগত ১৩ ই ফেব্রুয়ারী '২০১৯ ইং তারিখে সংস্কৃতি সংসদের জন্মলগ্নতেই দুস্থ শিল্পী-সাহিত্যিকদের চিকিৎসা ও সাংস্কৃতিক কর্মকান্ডে সহায়তা করার জন্য যে "সংস্কৃতি কর্মী কল্যাণ তহবিল " গঠন করা হয়েছিল, সেই তহবিল থেকেই যৎসামান্য আর্থিক সহায়তা তুলে দেওয়া হয় আহত শিল্পী তুলসী আচার্যর পরিবারের হাতে |


You can post your comments below  
নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।  
বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।
 
Free Download Avro Keyboard  
Name *  
Email *  
Address  
Comments *  
 
 
Posted comments
Till now no approved comments is available.