Hare to Whatsapp
গ্রুপ সি ও গ্রুপ ডি পদে ১০৩২৩ শিক্ষকদের বিকল্প কর্মসংস্হানে সুপ্রীম কোর্টে এফিডেভিট দাখিল করলো ত্রিপুরা সরকার
By Our Correspondent
আগরতলা, ২৫ , : সুপ্রীম কোর্ট গত ১৯ জুন রাজ্যের চাকুরিচ্যুত ১০,৩২৩ শিক্ষকদের নিয়ে রাজ্য সরকারের ভাবনা কি জানতে চেয়েছিল। সরকার তাদের জন্য কি পদক্ষেপ নিতে চায় , তাদের কি ধরণের সুযােগ সুবিধা প্রদান করতে চায় বা কিভাবে ও কি পদ্ধতিতে তাদের বিকল্প কর্মসংস্থান দিতে চায় ইত্যাদি বিষয়ে সুস্পষ্ট ভাবে রাজ্য সরকারের কাছ থেকে জানতে চেয়েছিল সুপ্রীম কোর্ট। শুক্রবার সন্ধ্যায় মহাকরণের প্রেস কনফারেন্স হলে আয়ােজিত সাংবাদিক সম্মেলনে এই সংবাদ জানান শিক্ষামন্ত্রী রতনলাল নাথ ।
তিনি বলেন, রাজ্য সরকার ইতিমধ্যেই বিভিন্ন বিষয় নিয়ে একটি এফিডেভিট সুপ্রীম কোর্টে দায়ের করেছে । সেই এফিডেভিটে বলা হয়েছে চাকুরিচ্যুত শিক্ষকদের রাজ্য সরকার বিভিন্ন দপ্তরের গ্রুপ - সি ও গ্রুপ - ডি শূন্যপদে নিয়ােগ করার অনুমতি চায়। রাজ্য সরকার চায় দেওয়া হােক প্রয়ােজন অনুযায়ী বয়সের ছাড়ও।
দ্বিতীয়ত বিভিন্ন দপ্তরের গ্রুপ - সি ও গ্রুপ - ডি নন টেকনিক্যাল পদে তাদের নিয়ােগের জন্যও বয়সের ছাড় চাওয়া হয়েছে। তৃতীয়ত তাদের নিয়ােগের ক্ষেত্রে অন্যান্য শর্তাবলীর ছাড়ও চাওয়া হযেছে বলে শ্রী নাথ জানান। চতুর্থত চাকুরিচ্যুত এডহক শিক্ষকদের শূন্যপদে নিয়ােগের ক্ষেত্রে ওপেন বিজ্ঞাপন ছাড়াই তাদের সরাসরি নিয়ােগের অনুমতি চাওয়া হয়েছে।
চাকুরিচ্যুত এডহক ১০,৩২৩ শিক্ষকদের মামলাটি এই মাসের শেষের দিকে সুপ্রীম কোর্টে ওঠতে পারে বলে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের জানান ।