Hare to Whatsapp
দুধের জন্য প্রতি বছর ত্রিপুরা থেকে ১১০০ কোটি টাকা বাইরে চলে যাচ্ছে : মুখ্যমন্ত্রী
By Our Correspondent
আগরতলা, জুলাই ২৪, : মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব গতকাল বলেছেন বহি রাজ্য থেকে দুধ ও দুগ্ধজাতীয় পণ্য আমদানি করতে গিয়ে প্রতি বছর এরাজ্য থেকে কম করেও 11 শত কোটি টাকা বাইরে চলে যাচ্ছে। গতকাল ত্রিপুরা ভেটেরিনারি দপ্তরের প্রাক্তন কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি একথা বলেন।
বৈঠকে মুখ্যমন্ত্রী ত্রিপুরাকে দুধ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ করার অভিযানে অংশীদার হওয়ার জন্য প্রাক্তন পশু চিকিৎসখদের সাহায্য চান। মুখ্যমন্ত্রী তার সামাজিক মাধ্যমে আজ একথা জানান।
মুখ্যমন্ত্রী বলেছেন তার প্রস্তাবকে স্বীকার করে, প্রাক্তন পশু চিকিৎসকরা নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
মুখ্যমন্ত্রী তার সামাজিক মাধ্যমে আরও জানান, আমি বিশ্বাস করি যে এই আধিকারিকরা অবসরপ্রাপ্ত নন, অভিজ্ঞ। আমি আত্মবিশ্বাসী যে তাঁদের অভিজ্ঞতা এবং তরুণদের উৎসাহকে পুঁজি করে আমাদের ত্রিপুরা দুধ উৎপাদনে স্বাবলম্বী হবেই।
মুখ্যমন্ত্রীর মতে, এর ফলে দুধ এবং দুগ্ধজাত সামগ্রীর জন্য প্রতি বছরে যে ১১০০ কোটি টাকা রাজ্যের বাইরে চলে যাচ্ছে তা যাওয়া বন্ধ করা যাবে। রাজ্য সরকার ২৫ টি ক্লাস্টার চিহ্নিত করেছে, যার মধ্যে ২৩ টি ব্লক এবং আগরতলা পুর নিগম ও উদয়পুর পুর পরিষদ সংযুক্ত। এই ক্লাস্টারগুলিতে জার্সি গাভীর সংখ্যা প্রায় ১.৫ লক্ষ। ইঞ্জেকশনের মাধ্যমে, এই গাভীর সংখ্যা আগামী ৩ বছরে ৩ গুণ বৃদ্ধি করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতি ইঞ্জেকশনে ১২০০ টাকা খরচ হবে। গাভীর সংখ্যা বৃদ্ধি করার জন্য অবসরপ্রাপ্ত প্রানী চিকিৎসক ও আধিকারিকগন স্বেচ্ছায় সেবা প্রদান করবেন বলেও মুখ্যমন্ত্রী জানান। তাঁদের প্রতি তিনি আহ্বান রেখেছেন যে, তাঁরা যেন নিজেদের প্রতিবেশী ও পরিচিত বেরোজগার যুবক-যুবতীদের উৎসাহ প্রদান করে, যাতে তারা সরকারি এই পরিকল্পনার সঙ্গে যুক্ত হয়ে স্বনির্ভর ত্রিপুরা গড়ার ক্ষেত্রে নিজেদের সংকল্প পূরণ করেন।