সবার মধ্যে সৌভ্রাতৃত্ববোধ বজায় রাখার লক্ষ্যে সরকার কাজ করে চলেছে : উচ্চশিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, নভেম্বর ১৩, : ভারতবর্ষে নানা জাতি, ধর্ম, বর্ণের লোক বসবাস করলেও ঐক্য ও সংহতি বজায় রয়েছে। সবার মধ্যে সৌভ্রাতৃত্ববোধ বজায় রাখার লক্ষ্যে দেশের সরকার কাজ করে চলেছে। এর প্রতিফলনই ঘটছে আমাদের ছোট্ট রাজ্য ত্রিপুরায়। ১২ নভেম্বর সিপাহীজলা অভয়ারণ্যের মূল ফটকে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন একথা বলেন। তিনি বলেন, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে এবং স্বাধীনতার পর দেশের একতা বজায় রাখার ক্ষেত্রে সর্দার বল্লভভাই প্যাটেল অসাধারণ ভূমিকা নিয়েছিলেন। তার এই ভূমিকা সম্পর্কে বর্তমান প্রজন্মকে অবহিত করতে রাজ্যের নানা প্রান্তে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। আগামী প্রজন্ম যাতে দেশের একতা ও সংহতি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় সে লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

স্বাগত বক্তব্য রাখেন সিপাহীজলা জেলার জেলাশাসক ডা. সিদ্ধার্থ শিব জয়সওয়াল। ধন্যবাদসূচক বক্তব্য রাখেন সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক সুশান্ত দেব, বিধায়ক তফাজ্জল হোসেন, বিধায়ক অন্তরা সরকার দেব, সিপাহীজলা জেলার বিভিন্ন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান এবং পুরপরিষদ ও নগর পঞ্চায়েতের চেয়ারপার্সনগণ, সিপাহীজলা জেলার পুলিশ সুপার বিজয় দেববর্মা, ক্রীড়া দপ্তরের উপঅধিকর্তা সমীর দেববর্মা প্রমুখ। অনুষ্ঠানে দেশাত্মবোধক সংগীত, নৃত্য এবং বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক নাটক প্রদর্শিত হয়। অনুষ্ঠানে টি.আর.এল.এম.-এর পক্ষ থেকে ৮টি প্রদর্শনী স্টল খোলা হয়। সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০ জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে আজ বিশালগড় মহকুমার রাস্তার মাথা, বাইপাস ট্রাইজংশন, বিশালগড় মোটরস্ট্যান্ড হয়ে সিপাহীজলা অভয়ারণ্যের মেইন গেট পর্যন্ত ১২ কিলোমিটারের একটি ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন...


Post Your Comments Below

নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।

বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।

Free Download Avro Keyboard

Fields with * are mandatory





Posted comments

Till now no approved comments is available.