শিক্ষার মাধ্যমেই মানুষের জ্ঞান ও দক্ষতার মেলবন্ধন ঘটে : মুখ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, নভেম্বর ১০, : শিক্ষার মাধ্যমেই মানুষের জ্ঞান ও দক্ষতার মেলবন্ধন ঘটে এবং নিজের বিকাশ করা সম্ভব হয়। ক্যুইজ শুধুমাত্র একটি প্রতিযোগিতাই নয়, এটি প্রতিভা অনুসন্ধান ও জ্ঞানচর্চার একটি মাধ্যমও। ৯ নভেম্বর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ত্রিপুরা ইনফো ডট কম আয়োজিত মেগা ক্যুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী এবং উপস্থিত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরা ইনফো ডট কম আয়োজিত মেগা ক্যুইজ প্রতিযোগিতার মাধ্যমে ছাত্রছাত্রীরাও সমৃদ্ধ হচ্ছে। এজন্য তিনি আয়োজকদের ধন্যবাদ জানান। মুখ্যমন্ত্রী ইনফো ডট কমের মেগা ক্যুইজ প্রতিযোগিতার সাফল্য কামনা করেন। উদ্যোক্তাদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১০ হাজার টাকা দান করা হয়। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব কিরণ গিত্যে প্রমুখ।
আরও পড়ুন...